Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভালুকায় নৌকা ডুবির ঘটনায় ডাক্তার ও ব্যবসায়ীর লাশ উদ্ধার

ভালুকা(ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ আগস্ট, ২০২১, ৩:২৪ পিএম

ভালুকায় বনভোজনের নৌকা ডুবে নিখোঁজের ৪ঘন্টা পর ব্যবসায়ী তানভীর আহম্মেদ(৩০) এবং ১৮ ঘন্টা পর মেডিসিন ডাক্তার অমিত কুমার রায় (৩২) এর লাশ উদ্ধার করা হয়েছে। দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে ঘটনাস্থল থেকে মাছ ধরার জাল দিয়ে উদ্ধার করেছে এলাকাবাসী ও ফায়ার সার্ভিস।

লাশ উদ্ধারের সময় স্থানীয় সংসদ সদস্য আলহাজ কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ,উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন, ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ নজরুল ইসলাম,উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মাফুজ আরা বেগম,ওসি মো.মাহমুদুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন। লাশ উদ্ধারের দৃশ্য দেখার জন্য এলাকাবাসীও ভীর করেন।

উল্লেখ্য ১৭ আগস্ট বিকাল সাড়ে তিনটার দিকে ভালুকা সরকারী হাসপাতাল ঘাট থেকে ৬ জন ডাক্তার ও কর্মচারী মিলে ২০ জন নৌকা দিয়ে বনভোজনে যায়। খীরু নদী দিয়ে তারা পাশর্^বর্তী উপজেলা শ্রীপুর কাওরাইদ এলাকায় যায়। সেখানে খাওয়া দাওয়া শেষ করে রাত ৮টার দিকে ফেরার পথে খীরু নদীর ভালুকার ওড়াহাটি নামক স্থানে বিপরীত দিক থেকে আসা বালু বোঝাই অপর একটি নৌকার সাথে ধাক্কা লাগে। এতে বনভোজনের নৌকাটি নদীর মাঝ খানে ডুবে যায়। সকলেই তীরে আসলেও ডাক্তার অমিত কুমার রায় ও ব্যবসায়ী তানভীর আসতে পারেনি। ওই রাতেই ১২টার দিকে তানভীরের লাশ উদ্ধার করা হয়েছে। নৌকা ডুবার ১৮ ঘন্টা পর ডাক্তার অমিত কুমার রায়ের লাশ উদ্ধার করেছে এলাকাবাসী ও ফায়ার সার্ভিস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ