Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আফগানিস্তানে যাওয়াই ছিল মার্কিন ইতিহাসে সবচেয়ে খারাপ সিদ্ধান্ত : ট্রাম্প

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ আগস্ট, ২০২১, ১১:৪৭ এএম

মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আফগানিস্তানে যাওয়াই ছিল মার্কিন ইতিহাসে সবচেয়ে খারাপ সিদ্ধান্ত। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাতকারে এমন মন্তব্য করেন বিশ্বের অন্যতম ক্ষমতাধর রাষ্ট্রের এ সাবেক প্রেসিডেন্ট। স্থানীয় সময় মঙ্গলবার (১৭ আগস্ট) রাতে যুক্তরাষ্ট্রে এই সাক্ষাৎকারটি প্রচারিত হয় বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমরা মধ্যপ্রাচ্যকে ধ্বংস করে দিয়েছি, সেখানে ট্রিলিয়ন ডলার খরচ হয়েছে, লাখ লাখ মানুষের প্রাণ গেছে। তিনি বলেন, এটি টুকরো টুকরো হয়ে গেছে, পুনরায় নির্মাণ করতে হবে। অতীতে সেখানে যে পরিস্থিতি ছিল, এখন তার থেকে কোনো কিছুই ভিন্ন নয়।’
এদিকে মেক্সিকো ও আফগানিস্তান ইস্যুতে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের তীব্র সমালোচনা করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘দেখুন, দক্ষিণাঞ্চলীয় সীমান্তে (মেক্সিকো সীমান্তে) বাইডেন কি করেছে। এই সীমান্তে আফগানিস্তানের মতো পরিস্থিতি বিরাজমান থাকলেও সবচেয়ে খারাপভাবে তা মোকাবিলা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের আর কোনো প্রেসিডেন্টই জো বাইডেনের চেয়ে বাজেভাবে এই সীমান্ত সমস্যা মোকাবিলা করেননি।’

ট্রাম্পের দাবি, তিনি প্রেসিডেন্ট থাকলে আফগানিস্তান থেকে সেনা ও মার্কিন নাগরিকদের প্রত্যাহার প্রক্রিয়া আরও সুন্দরভাবে সম্পন্ন হতো।
তার ভাষায়, ‘আমি আফগানিস্তানে মার্কিন সেনার সংখ্যা ২০ হাজার থেকে কমিয়ে ২৫০০-তে নামিয়ে এনেছিলাম। আর এখন তারা বেসামরিক মার্কিন নাগরিক, আফগান দোভাষীসহ অন্য যারা আমাদের সাহায্য করেছিল, তাদের নিরাপদে বের করে আনার আগেই মার্কিন সেনাদের দেশে ফিরিয়ে আনলো। আমি ক্ষমতায় থাকলে অন্য সবাইকে আগে বের করে সবার শেষে সামরিক বাহিনীকে ফিরিয়ে নিয়ে আসতাম।’ সূত্র : বিবিসি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ