Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিশো-মেহজাবীন জুটির নতুন রেকর্ড

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৮ আগস্ট, ২০২১, ১০:৩৪ এএম

নতুন রেকর্ড গড়লেন আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী জুটি। দুই কোটি ভিউয়ের তালিকায় এক নম্বরে আছে এই জুটির নাটক ‘শিল্পী’। বাংলা নাটকের ইতিহাসে দ্রুততম কোটি ভিউয়ের মাইলফলক ছুঁয়েছে নাটকটি। ১৬ আগস্ট নাটকটি দুই কোটি ভিউয়ের ঘর অতিক্রম করে। আর এটি অর্জন করতে নাটকটির সময় লেগেছে মাত্র ২১০ দিন। সিএমভির ব্যানারে নাটকটি নির্মাণ করেছিলেন মহিদুল মহিম।

নতুন রেকর্ড গড়া প্রসঙ্গে নির্মাতা মহিদুল মহিম বলেন, পুরো বাঙালির বুক চিন চিন ধরিয়ে ‘শিল্পী’ দেখিয়ে দিল তার প্রভাব। এটাকে আমি অবিশ্বাস্য অর্জন বলব। কৃতজ্ঞতা প্রকাশ করছি এই নাটকের প্রধান দুই শিল্পী নিশো ভাই ও মেহজাবীন আপুকে। তাদের অভিনয় গুণেই এটা সম্ভব হয়েছে। সবচেয়ে বড় ধন্যবাদ দর্শকদের। তারাই আমাদের মূল কারিগর।

চলতি বছর ১৮ জানুয়ারি প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি’র ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছিল ‘শিল্পী’। দুজন স্ট্রিট সিঙ্গারের জীবন, প্রেম ও প্রতিযোগিতা নিয়ে তৈরি হয়েছে নাটকটি। ব্যাপক শ্রোতাপ্রিয় হয়েছে এ নাটকে ব্যবহৃত ‘বুক চিন চিন’ ও ‘বিধি তুমি বলে দাও’ শিরোনামের গান দুটি। পুরনো গান দুটি রিমেক করে ব্যবহার করা হয়েছে নাটকটি। গানটিতে নারী ও পুরুষ কণ্ঠ দিয়েছেন পাবেল।

এদিকে এমন অর্জনে খুবই উচ্ছ্বসিত সিএমভি’র কর্ণধার এস কে সাহেদ আলী পাপ্পু। তিনি বলেন, ‘আরও ভালো ভালো কাজ উপহার দেওয়ার জন্য এই অর্জনটি আমাদের উৎসাহ জোগাবে। কৃতজ্ঞতা জানাই দর্শকদের প্রতি, যাদের ভালোবাসা না থাকলে এই সফলতা সম্ভব ছিল না।’

জানা গেছে, মহিদুল মহিম পরিচালিত ‘শিল্পী’ নাটকটির পরেই অবস্থান করছে মিজানুর রহমান আরিয়ানের ‘বড় ছেলে’। এটি কোটি ভিউয়ের ঘর অতিক্রম করতে সময় নিয়েছে ৫৭৭ দিন। এরপরই আছে ‘এক্স বয়ফ্রেন্ড’ (৭৩০ দিন), ‘টম এন্ড জেরি’ (৭৬৭ দিন), ‘যমজ ১০’ (৮০৫ দিন), ‘বুকের বাঁ পাশে’ (৯১৪ দিন) প্রভৃতি।



 

Show all comments
  • Sumaiya Anjum Tasfiya ১৮ আগস্ট, ২০২১, ১০:১২ পিএম says : 0
    পরকালের রেকর্ড ই আসল রেকর্ড।
    Total Reply(0) Reply
  • NH Bappy ১৮ আগস্ট, ২০২১, ১০:১২ পিএম says : 0
    হাস্যরসাত্মক নাটক!!!
    Total Reply(0) Reply
  • Luthfun Nahar Imo ১৮ আগস্ট, ২০২১, ১০:১৩ পিএম says : 0
    Osadaron akta natok.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢালিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ