Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রথমবার অনুদানের সিনেমায় শাকিব খান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৭ আগস্ট, ২০২১, ১২:৩৪ পিএম

প্রথমবার অনুদানের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। ২০২০-২১ অর্থবছরে অনুদান পাওয়া ‘গলুই’ সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন এই চিত্রনায়ক। খোরশেদ আলম খসরুর প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করছেন এস এ হক অলিক।

সিনেমাটির প্রযোজক খোরশেদ আলম খসরু বলেন, ‘শাকিব খানের সঙ্গে কথাবার্তা হয়েছে। মোটামুটি সবকিছু ফাইনাল। সেপ্টেম্বর থেকে শুটিংয়ে যাওয়ার পরিকল্পনা করছি। আগামী মাসের শুরুর দিকে মহরত করব। তখন বাকি কলাকুশলীদের নাম জানিয়ে ঘোষণা করা হবে।’

এ সিনেমার বাজেট বেশ বড় হবে উল্লেখ করে খসরু আরও বলেন, ‘অনুদানের সিনেমা বলতে এতো দিন কম বাজেটের সিনেমা মনে করা হত। আমরা সেটা পরিবর্তন করতে চাচ্ছি। সিনেমায় সর্বোচ্চ পারিশ্রমিক নেওয়া শাকিব খানকে যুক্ত করেছি।’

এদিকে চলচ্চিত্র পাড়ায় গুঞ্জন আছে, সিনেমাটিতে শাকিবের বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন চিত্রনায়িকা শবনম বুবলী। খোরশেদ আলম খসরু নায়িকার ব্যাপারটি অস্বীকার না করে বললেন, ‘সেটা চমক হিসেবেই থাক।’

প্রযোজক সূত্রে আরো জানা গেছে, সেপ্টেম্বরের মাঝামাঝি জামালপুর বা সুনামগঞ্জে সিনেমাটির শুট শুরু হবে। এরই মধ্যে সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন আজিজুল হাকিম ও ফজলুর রহমান বাবু। গান করছেন কুমার বিশ্বজিৎ, হাবিব ওয়াহিদসহ অনেকেই। সব কিছু ঠিক থাকলে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়েই শুরু হবে সিনেমাটির শুটিং।

উল্লেখ্য, এস এ হক অলিকের ‘হৃদয়ের কথা’, ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’ সিনেমা দুটি দারুণ জনপ্রিয়তা পেয়েছিল। এছাড়া তিনি শাকিব খানকে নিয়ে ২০১৫ সালে বানিয়েছিলেন ‘আরো ভালোবাসব তোমায়’ নামের একটি সিনেমা। সেটিও দর্শকদের সাড়া পেয়েছিল।

শাকিব খান বর্তমানে অভিনয় করছেন ‘লিডার, আমি বাংলাদেশ’ সিনেমায়। এফডিসিতে চলছে এ সিনেমার শেষ লটের কাজ। বেঙ্গল মাল্টিমিডিয়ার ব্যানারে সিনেমাটি নির্মাণ করছেন তপু খান। এ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন শবনম বুবলী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢালিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ