Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হঠাৎ বন্ধ ‘অন্তর্জাল’ সিনেমার শুটিং

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৭ আগস্ট, ২০২১, ১০:৩৫ এএম

গত ১১ আগস্ট থেকে শুরু হয়েছিল নির্মাতা দীপংকর দীপনের পরিচালিত ‘অন্তর্জাল’ সিনেমাটির শুটিং। কিন্তু সপ্তাহ না ফুরাতেই হঠাৎ বন্ধ হয়ে গেল শুটিং। মূলত দীপংকর দীপন অসুস্থ হয়ে পড়ায় শুটিং স্থগিত করতে হয়েছে। বর্তমানে চিকিৎসকের পরামর্শে পূর্ণাঙ্গ বিশ্রামে রয়েছেন দীপংকর দীপন। রোববার (১৫ আগস্ট) থেকে আপাতত তিনদিনের জন্য শুটিং বন্ধ রেখেছেন। তবে শুটিংয়ে ফিরতে পারবেন, সেটা এখনও নিশ্চিত নয়।

খবরটি নিশ্চিত করে নির্মাতা দীপন বলেন, ‘সেটে পড়ে গিয়ে হাত কেটেছিল। ওটা ইনফেকটেড হয়ে যাচ্ছিল। পরশু রাতে ড্রেসিং করে আসি। পরদিন সকাল থেকে প্রচণ্ড ডিহাইড্রেশন থেকে কিডনিতে ব্যথা শুরু হলো। প্রচণ্ড গ্যাসে পেট ফুলে গিয়ে সেখান থেকে শুরু হলো কোমর ব্যথা। ব্লাড প্রেসারের তারতম্য হলে হয়তো আইসিইউতে নিতে হতো। ভাগ্য ভালো সেটা করতে হয়নি।’

তিনি আরো জানান, ‘সব সময় চিকিৎসকের পরামর্শে থাকায় বড় কোনও ঝামেলা আর হয়নি। তাই গতকাল (১৫ আগস্ট) থেকে তিন দিনের বিরতি নিয়েছেন। তবে ছুটির পরিমাণ নির্ভর করছে সুস্থতার ওপর।’

‘অন্তর্জাল’ এর গল্প লিখেছেন দীপংকর দীপন, সাইফুল্লাহ রিয়াদ ও আশা জাহিদ। চিত্রনাট্যে আছেন পরিচালক নিজেই। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন সিয়াম আহমেদ, বিদ্যা ‍সিনহা মিম, এবিএম সুমন ও সুনেরাহ বিনতে কামাল।

উল্লেখ্য, দেশের প্রথম সাইবার থ্রিলার ঘরানার সিনেমা ‘অন্তর্জাল’। গত ২৬ ফেব্রুয়ারি আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ছবিটির ঘোষণা দেন। সরকারের আইসিটি ডিভিশনের উদ্যোগে নির্মিতব্য এই চলচ্চিত্রটির প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিও। সার্বিক সহযোগিতায় স্পেলবাউন্ড লিও বার্নেট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢালিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ