Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৬১০ কোটি টাকার বেশি পাওনা মেসি

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৫ আগস্ট, ২০২১, ১:০৭ পিএম

করোনার কারণে আর্থিক সমস্যায় নাজেহাল বার্সেলোনা। মূলত ওই কারণেই লিওনেল মেসির সঙ্গে তাদের পক্ষে চুক্তি নবায়ন সম্ভব হয়নি। মেসি অর্ধেক বেতনে বার্সাতে খেলতেও চেয়েছিলেন। কিন্তু লা লিগার আইন সে ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। লা লিগার 'ফেয়ার প্লে' নীতির লঙ্ঘন হওয়ার কারণে নতুন করে চুক্তি করা সম্ভব হয়নি।

বার্সেলোনার সাথে ২১ বছরের পুরনো সম্পর্ক ছেদ করে আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি ইতিমধ্যেই পাড়ি জমিয়েছেন ফরাসি ক্লাব পিএসজিতে। অনুশীলন ও শুরু করে দিয়েছেন তিনি। এমন আবহে এখনো সাবেক ক্লাব বার্সার কাছে ৬১০ কোটি টাকারও বেশি পাওনা রয়েছে মেসির।

স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার কাছ থেকে বাংলাদেশী মুদ্রায় ৬১০ কোটি টাকারও বেশি পাওনা রয়েছে মেসির! মেসি তার বকেয়া বেতন বাবদ বার্সার কাছে এই বিপুল পরিমাণ অর্থ পান। করোনায় খেলা বন্ধ হয়ে যাওয়া এবং পরবর্তী সময়ে দর্শকবিহীন স্টেডিয়ামে খেলা হওয়ায় বার্সার আয় বিপুল পরিমাণে কমে যায়। আর্থিক পরিস্থিতির উন্নতি না হওয়ার কারণে এখন পর্যন্ত বার্সা সেই পাওনা পরিশোধ করতে পারেনি।

এছাড়া ও চুক্তির মেয়াদ পূর্ণ করায় মেসি বার্সেলোনার থেকে বাড়তি টাকা পাবেন। সেই অর্থও এখন পর্যন্ত দিতে পারেনি বার্সা। তবে বার্সাকে এখনি পাওনা মেটানোর ব্যাপারে চাপ দিচ্ছেন না মেসি। দুই পক্ষের আইনজীবীরা এই বিষয়ে আলোচনা করেছেন। বার্সেলোনা ২০২২ সাল পর্যন্ত সময় চেয়েছে মেসির বকেয়া পরিশোধ করতে। সূত্র : হিন্দুস্তান টাইমস



 

Show all comments
  • Bazlu ১৫ আগস্ট, ২০২১, ৯:৫০ পিএম says : 0
    মেসি কে রাখে নাই তাই তার টাকা দেওয়া উচিত
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ