Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার ভয়ে সতর্কতা জারি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ আগস্ট, ২০২১, ১২:০৩ এএম

যুক্তরাষ্ট্রে ১১ সেপ্টেম্বরের হামলার বার্ষিকীর আগে বিভিন্ন হুমকিতে নতুন করে সন্ত্রাসী হামলার ভয়ে সতর্কতা জারি করা হয়েছে। দেশটির হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট শুক্রবার এ সতর্কতা জারি করে। দ্য ন্যাশনাল টেরোরিজম অ্যাডভায়জরি সিস্টেম বুলেটিনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র অভ্যন্তরীণ ও বিদেশী উভয় সন্ত্রাসীর দ্বারা উচ্চতর হুমকির পরিবেশের মুখোমুখি। এতে আরো বলা হয়, সহিংস কর্মকান্ডকে এগিয়ে নিতে ও প্রভাবিত করতে অনলাইন ফোরামগুলোর ব্যবহার বেড়ে গেছে। হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট বলছে, সরকারবিরোধী ও জাতিগতভাবে অনুপ্রাণিত চরমপন্থীদের কাছ থেকে দেশ ক্রমবর্ধমান ও তীব্র হুমকির মুখোমুখি। এসব সহিংস চরমপন্থী কোভিড-১৯-এর বিধিনিষেধে শিথিলতার সুযোগ নিতে পারে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের বিমান হামলার পর হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট বা ডিএইচএস গঠন করা হয়। এটি নিয়মিতই সন্ত্রাসী হুমকির বিষয়ে পরামর্শ দিয়ে আসছে। সিএনএন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ