Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্রে কমেছে শ্বেতাঙ্গের হার বেড়েছে অশ্বেতাঙ্গদের সংখ্যা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ আগস্ট, ২০২১, ১২:০০ এএম

গত এক দশকে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে কমেছে শ্বেতাঙ্গদের সংখ্যা যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো শ্বেতাঙ্গ জনগোষ্ঠীর হার কমেছে; নেমে এসেছে ৬০ শতাংশের নিচে। বিপরীতে অনেকটাই বেড়েছে অশ্বেতাঙ্গ বা সংখ্যালঘুদের সংখ্যা। বৃহস্পতিবার ইউএস সেনসাস ব্যুরোর প্রকাশিত তথ্য বিশ্লেষণ করে জানা যায়, ২০১০ সাল থেকে দেশজুড়ে শ্বেতাঙ্গ জনগোষ্ঠীর হার কমেছে আট দশমিক ছয় শতাংশ। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার ৫৮ শতাংশ নন-হিস্পানিক শ্বেতাঙ্গ। ২০১০ সালে এ হার ছিল প্রায় ৬৪ শতাংশ।

প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের ৫০ শতাংশেরও বেশি অন‚র্ধ্ব ১৬ বছর বয়সী মানুষ কোনও না কোনও জাতিগত সংখ্যালঘু গ্রæপের সদস্য। ১৯৮০ সালে যুক্তরাষ্ট্রের ৮০ শতাংশ মানুষই ছিল শ্বেতাঙ্গ; ২০০০ সালে এর পরিমাণ কমে দাঁড়ায় ৬৯ দশমিক ১ শতাংশ। আর বর্তমানে এর হার নেমে এসেছে ৬০ দশমিক ১ শতাংশে।
যুক্তরাষ্ট্রে গত ১০ বছরে হিস্পানিক বা লাতিন বংশোদ্ভ‚তের হার ২৩ শতাংশ, এশীয় বংশোদ্ভ‚তদের ৩৫ শতাংশ ও কৃষ্ণাঙ্গ আমেরিকানদের হার পাঁচ দশমিক ছয় শতাংশ বেড়েছে। এ তথ্যের ভিত্তিতে দেশটিতে আগামী ১০ বছরের রাজনৈতিক মানচিত্র তৈরি করবেন আইনপ্রণেতারা। দেশটিতে আদমশুমারির প্রচলন শুরুর পর নন-হিস্পানিক শ্বেতাঙ্গের হার মোট জনসংখ্যার ৬০ শতাংশের নিচে নেমে আসার ঘটনা ইতিহাসে এটাই প্রথম।

এর মধ্যে টেক্সাসে শ্বেতাঙ্গ ও লাতিন জনগোষ্ঠীর হার প্রায় কাছাকাছি চলে এসেছে। রিপাবলিকান অধ্যুষিত অঙ্গরাজ্যটিতে শ্বেতাঙ্গ জনগোষ্ঠীর হার ৩৯ দশমিক সাত শতাংশ, লাতিন জনগোষ্ঠীর হার ৩৯ দশমিক তিন শতাংশ। উল্লেখযোগ্য হারে বেড়েছে মিশ্র বংশোদ্ভ‚তদের সংখ্যাও। বর্ধিত জনসংখ্যার অর্ধেকই প্রধান শহরগুলোর বাসিন্দা। বৃহত্তম শহরগুলোর মধ্যে জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি ফিনিক্স শহরে। সেখানে এ হার ১১ দশমিক দুই শতাংশ। সবচেয়ে জনবহুল শহর নিউইয়র্কে জনসংখ্যা সাত দশমিক সাত শতাংশ বেড়ে ৮৮ লাখে পৌঁছেছে।

সেনসাস ব্যুরোর অন্যতম স‚চক ডাইভার্সিটি বা বৈচিত্র্যপ‚র্ণ জাতিগোষ্ঠী। এ স‚চকে বর্তমানে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বহু সংস্কৃতিভিত্তিক অঙ্গরাজ্যগুলো হলো হাওয়াই, ক্যালিফোর্নিয়া, নেভাদা, টেক্সাস, ম্যারিল্যান্ড, কলাম্বিয়া, নিউজার্সি ও নিউইয়র্ক। সেনসাস ব্যুরোর কর্মকর্তা কর্মকর্তা নিকোলাস জোন্স বলেন, ‘যুক্তরাষ্ট্রের জনসংখ্যা অতীতের চেয়ে এখন অনেক বেশি জাতিগোষ্ঠীর ও বৈচিত্র্যপূর্ণ।’

সামগ্রিকভাবে যুক্তরাষ্ট্রে গত এক দশকে জনসংখ্যা বৃদ্ধির হার সাত দশমিক চার শতাংশ, দেশটির ইতিহাসে যা দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে ২০০০ থেকে ২০১০ সালে দেশটিতে এ হার ছিল নয় দশমিক সাত শতাংশ। সূত্র: টাইম্স অফ ইন্ডিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ