নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
প্যারিস সেন্ট জার্মেইন বা পিএসজি’র সাথে লিওনেল মেসির চুক্তি বিশ্বজুড়ে বিস্ময় এবং তার ভক্তদের মধ্যে উচ্ছ্বাসের জন্ম দিয়েছে। কিন্তু এটি শে^তাঙ্গ অধ্যুষিত ইউরোপীয় ফুটবলের ক্রমেই বিস্তার লাভ করা আর্থিক সমস্যাকেও উস্কে দিয়েছে।
২০১১ সাল থেকে পিএসজি কাতার স্পোর্টস ইনভেস্টমেন্টের (কিউএসআই) মালিকানাধীন, কাতার রাজ্যের সার্বভৌম সম্পদ তহবিলের সহায়ক। গত এক দশক ধরে বিশ্বের অন্যতম ধনী দেশগুলোর মধ্যে অন্যতম কাতারের অর্থায়নে পিএসজির খেলোয়াড় কেনার কার্যক্রম ইউরোপীয় ফুটবলের মাঠকে ছাড়িয়ে স্বীকৃতি ছাড়িয়েছে, নেইমার (২০১৭ সালে বার্সেলোনা থেকে ২শ’ ২২ মিলিয়ন পাউন্ড) এবং কাইলিয়ান এমবাপ্পেকে (২০১৮ সালে মোনাকো থেকে ১শ’ ৪৫ মিলিয়ন পাউন্ড) কিনে ফুটবলের বাজারে শক্তির আধিপত্য ঘটিয়েছে। অন্যদিকে বিশ্বের অন্যতম শক্তিশালী ক্লাব বার্সেলোনা প্রকাশ করেছে যে, তাদের লিওনেল মেসিকে ধরে রাখার মতো তহবিল নেই।
কাতারের ফুটবলের প্রতিনিধি এবং এই মুহুর্তে বিশ্ব ফুটবলের অন্যতম শক্তিশালী ব্যাক্তি নাসের আল- খেলাইফি এফএফপি-তে যেকোনও পরিবর্তন নিয়ে ইউইএফএ এবং ইসিএ’র আলোচনায় ব্যাপকভাবে জড়িত হতে যাচ্ছেন। কাতারের জন্য, এটি একটি প্রকল্প যা দেশের অর্থনীতিতে বৈচিত্র আনতে, তেলের উপর নির্ভরতা কমাতে এবং পশ্চিমা দেশগুলোর মধ্যে নিজের প্রভাব অর্জনের জন্য পরিকল্পনা করা হয়েছে।
কাতার ২০২২ সালে বিশ্বকাপ আয়োজন করবে। এটি আন্তর্জাতিক স্বীকৃতির ক্ষেত্রে কাতারের জন্য একটি অতিরিক্ত বোনাস যেখানে, দেশটি এখনও তার প্রতিবেশী সউদী আরব এবং সংযুক্ত আরব আমিরাতের সাথে একটি জটিল আঞ্চলিক বিরোধে জড়িয়ে পড়েছে, যা ফুটবলের সাথে সম্পর্কিত না হলেও এই ক্ষেত্রটিকে ব্যবহার করেই সউদী জোট তথা পশ্চিমা মিত্রদের ওপর প্রতিশোধ নিতে চায় কাতার।
সউদী নেতৃত্বাধীন জোট চার বছরের অর্থনৈতিক অবরোধের পর ২০২১ সালের জানুয়ারিতে কাতারের সাথে ক‚টনৈতিক সম্পর্ক পুনপ্রতিষ্ঠা করে। মুসলিম ব্রাদারহুড বা আলকায়েদার সাথে কাতারের কথিত সম্পর্কের অভিযোগে দেশটিকে এক ঘরে করে তারা। তাই কাতারের এই পদক্ষেপকে অনেকে ফুটবল দিয়ে প্রতিশোধ বা স্পের্টসওয়াশিং বলে আখ্যায়িত করছে।
সউদী আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত সবাই ঘোড় দৌড়, বক্সিং থেকে পর্যন্ত ফর্মুলা ওয়ান পর্যন্ত বিশেষ ক্রীড়ানুষ্ঠানগুলি আয়োজনের জন্য প্রতিযোগিতা করে আসছে। এতে মেসির সংযুক্তির মধ্য দিয়ে কাতার এক ধাপ এগিয়ে গেছে এবং দেশটি সবচেয়ে বড় পুরস্কার জিততে পারে। লিওনেল মেসির ইউরোপীয় চ্যাম্পিয়নশীপের শিরোপা কাতারের জন্য শুধুই ফুটবল বিজয় নয়, এটি হবে কাতারের জন্য চ‚ড়ান্ত ভ‚-রাজনৈতিক অভ্যুত্থান। সূত্র : ডয়েচে ভ্যালে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।