বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কুমিল্লায় করোনায় মৃতের সংখ্যা সাড়ে আটশো ছাড়াল। বর্তমানে আক্রান্তের সংখ্যা কিছুটা কমে আসলেও কমছে না মৃত্যু সংখ্যা। গত এক মাসেরও বেশি সময় ধরে কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় করোনা পজিটিভের সংখ্যা অন্যান্য উপজেলার চেয়ে অনেকটাই বেশি।
এদিকে গত ২৪ ঘন্টায় জেলায় করোনায় দশ জনের মৃত্যু ঘটেছে। এনিয়ে কুমিল্লায় মৃতের সংখ্যা ৮৫২ জনে দাঁড়িয়েছে। আর করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন ২২৭জন। এরমধ্যে ৮৩ জনই কুমিল্লা সিটি করপোরেশনের বাসিন্দা। এনিয়ে জেলায় ৩৫ হাজার ৭৯০জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১০১২জন। এনিয়ে মোট সুস্থ হলেন ২২ হাজার ৪৫৩ জন।
জেলা সিভিল কার্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেইজে এসব তথ্য দেওয়া হয়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১০৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষায় কুমিল্লা সিটি করপোরেশন এলাকার ৮৩ জন, আদর্শ সদর উপজেলার ২ জন, সদর দক্ষিণের ২ জন, বুড়িচংয়ের ১৪ জন, চান্দিনায় ৬ জন, চৌদ্দগ্রামের ৩২ জন, দেবিদ্বারের ৩ জন, লাকসামের ১৯ জন, লালমাইয়ের ১৯জন, নাঙ্গলকোটের ৯ জন, বরুড়ার ১২ জন, মনোহরগঞ্জের ২জন , মেঘনায় ৮ জন, তিতাসের ১ জন, ব্রাক্ষণপাড়া ১৩ জন এবং মুরাদনগর উপজেলার ২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
এদিকে করোনায় মারা যাওয়া দশজনের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকার তিন জন এবং চৌদ্দগ্রামের দুই জন করে রয়েছেন। বুড়িচংয়ের, ব্রাক্ষণপাড়া, মনোহরগঞ্জ, নাঙ্গলকোট ও তিতাসের একজন করে রয়েছেন। মৃতদের মধ্যে পাঁচজন নারী এবং পাঁচজন পুরুষ।
জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগ থেকে সবাইকে মাস্ক ব্যবহারসহ স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।