Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এফডিসি’র ব্যবস্থাপনা নিয়ে শাকিব খানের অসন্তোষ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৩ আগস্ট, ২০২১, ২:১৮ পিএম

চলচ্চিত্র শিল্পী সমিতিসহ চলচ্চিত্রের অন্যান্য সংগঠনের কাজ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ঢালিউডের শীর্ষ নায়ক ও শিল্পী সমিতির সাবেক সভাপতি শাকিব খানলকডাউন শেষে তপু খান পরিচালিত ‘লিডার-আমিই বাংলাদেশ’ সিনেমায় অংশ নিয়ে এফডিসি'র ব্যবস্থাপনায় ক্ষোভ প্রকাশ করেন দুই বাংলার তুমুল জনপ্রিয় এই অভিনেতা।

এফডিসিতে কাজের পরিবেশ খুঁজে পাচ্ছি না উল্লেখ করে শাকিব খান বলেন, ‘চারদিকে ভাঙা, ঘিঞ্জি হয়ে আছে। এফডিসিতে তাহলে সমিতিগুলোর কাজ কী? সিনেমা বানানো নিয়ে কোনো কিছু তো দেখি না।’

তিনি আরো বলেন, ‘বেশি বেশি সিনেমার কাজ হলে এসব ঠিক হয়ে যাবে বলে আমার বিশ্বাস। বেশি বেশি সিনেমা নির্মাণই পারে সবকিছু ঠিকঠাক করতে।’

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় শুরু হয় লকডাউন। অন্য সবকিছুর মতো বন্ধ থাকে নাটক-সিনেমার সব ধরনের শ্যুটিং। কিন্তু লকডাউন শিথিল হওয়া মাত্রই বুধবার (১১ আগস্ট) থেকে শ্যুটিংয়ে অংশ নেন শাকিব খান। এর মাধ্যমে ৪৫ দিন পর আবার শ্যুটিংয়ে ফিরলেন তিনি।

তপু খান পরিচালিত 'লিডার-আমিই বাংলাদেশ' সিনেমায় শাকিব-এর বিপরীতে অভিনয় করছেন শবনম বুবলি। সিনেমাটির শুটিং ৭০ ভাগ শেষ হয়েছে আগেই। বুধবার (১১ আগস্ট) থেকে এফডিসিতে এর বাকিং অংশের কাজ শুরু হয়েছে। এই লটে ১০ দিন শুটিং করার পর ক্যামেরা ক্লোজ হবে বলে জানান নির্মাতা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢালিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ