Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রাম হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে উধাও স্বামী

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৩ আগস্ট, ২০২১, ৯:০২ এএম | আপডেট : ৯:০৩ এএম, ১৩ আগস্ট, ২০২১

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কলাউজান বাংলাবাজার মিয়াজী পাড়া এলাকায় মিনু আরা বেগম (২৫) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার বিকেল ৫টায় নিজ বসতঘর থেকে ওই গৃহবধূকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন স্বজনরা। হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্ত্রীর লাশ রেখে পালিয়ে গেছেন স্বামী। নিহত মিনু আরা বেগম ওই এলাকার আবদুল জব্বারের স্ত্রী ও এক সন্তানের জননী। তিনি পার্বত্য বান্দরবান জেলার লামা উপজেলার সরই ইউনিয়নের মেইচ্ছ্যা ঝিরি এলাকার আবুল হাশেমের কন্যা। নিহতের মা নুরুন্নিছা বেগম জানান, প্রায় ৬ বছর পূর্বে মৃত আবুল কাশেমের পুত্র আবদুল জব্বারের সাথে আবুল হাশেমের কন্যা মিনু আরা বেগমের সাথে সামাজিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকে তার মেয়েকে নানা কারণে শ্বশুর বাড়ির লোকজন নির্যাতন করে আসছিল। ঘটনারদিন স্বামী আবদুল জব্বার মুঠোফোনে জানায়, তার মেয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। মেয়ের লাশ উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। তারা দ্রুত হাসপাতালে গিয়ে মেয়ের মৃত দেহ দেখতে পান। এ সময় মেয়ের শ্বশুর বাড়ির কাউকে হাসপাতালে দেখতে পাননি। তিনি তার মেয়ের হত্যাকারীদের বিচার দাবি করেন।

স্থানীয় মহিলা ইউপি সদস্য বকুল আক্তার জানান, নিহত মিনু আরা বেগমের পরকিয়া সম্পর্ক ছিল। এ নিয়ে স্বামীর সাথে মনোমালিন্য হওয়ায় প্রায় ২ মাস বাপের বাড়িতে ছিলেন ওই গৃহবধূ। পরে স্থানীয়ভাবে বিচার-সালিশের মাধ্যমে শ্বশুর বাড়িতে চলে আসেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ