Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বগুড়ায় বিয়ের আগের রাতে বরের মৃত্যু

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ১২ আগস্ট, ২০২১, ৯:১৮ পিএম

বুধবার (১১ আগষ্ট) গায়ে হলুদের পর বৃহস্পতিবার (১২ আগষ্ট) দুপুরে বিয়ে কথা ছিল। এ উপলক্ষে কনের বাড়ির সাজ সজ্জাও সম্পন্ন। আত্মীয়-স্বজনরাও এসেছেন বিয়ে বাড়িতে। বৃহস্পতিবার (১২ আগষ্ট) দুপুরে কনের বাড়িতে বর সেজে আসার কথা ২৬ বছর বয়সী আলামিনের। দুর্ভাগ্যজনক ব্যাপার হল নির্ধারিত সময়ে বর তো এলোনা, আসলো তার মৃত্যু সংবাদ!

সংবাদে জানা গেল বুধবার গায়ে হলুদের অনুষ্ঠান শেষে রাতে নিজ ঘরে শুয়ে পড়েন বর আলামিন। কিন্তু বৃহস্পতিবার সকালের সূর্য উঠার আগেই পরিবারের লোকজন দেখতে পায় আলামিন আর জীবিত নেই বিছানায় পড়ে আছে তার নিথর দেহ। জানা গেল বুধবার রাতের কোনো এক সময়ে সে মারা গেছেন। সকালে বিয়ে বাড়িতে শুরু হয় কান্নার রোল।
হৃদয় বিদারক এই ঘটনাটি ঘটেছে বগুড়ার শিবগঞ্জ উপজেলার দেউলী ইউনিয়নের রহবল দক্ষিণপাড়া গ্রামে।

বর আলামিন (২৬) ওই গ্রামের আলম আকন্দের ছেলে। কনে একই উপজেলার রায়নগর ইউনিয়নের টেপাগাড়ি গ্রামের আওয়ামী লীগ নেতা আশরাফ আলীর কন্যা আরেফা আক্তার (১৮)।

বর বেশে যে সময় কনের বাড়ি যাবার কথা ছিলো, সে সময়ই তাকে লাশ হয়ে বের হতে হলো বাড়ি থেকে। এলাকাবাসীর ধারণা রাতের কোনো এক সময় হৃদরোগে আক্রান্ত হয়ে বরের মৃত্যু হয়েছে।

বর আলামিনের এই মৃত্যুর সংবাদে কনের বাড়িতেও চলছে শোকের মাতম।

দেউলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই প্রধান আলামিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে আলামিনের নামাজে জানাজা শেষে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বগুড়া

২২ ফেব্রুয়ারি, ২০২২
২১ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ