মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
করোনাভাইরাস ভ্যাকসিনের বুস্টার বা তৃতীয় ডোজের অনুমোদন দিচ্ছে যুক্তরাষ্ট্র। ৪৮ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) এ ঘোষণা দিতে পারে। সম্ভাব্য এই সিদ্ধান্তের কথা প্রথম জানিয়েছে এনবিসি নিউজ। তবে যাদের শারীরিক জটিলতা ও রোগপ্রতিরোধ ক্ষমতা দুর্বল তারাই এই ডোজ পাবে।
সিএনএনের খবরে বলা হয়েছে, মডার্না ও ফাইজারের টিকার ক্ষেত্রে তৃতীয় ডোজ দেওয়া হবে। এ প্র সাথে এফডিএর এক মুখপাত্র বলেন, দুর্বলদের তৃতীয় ডোজ দেওয়ার ব্যাপারে গভীরভাবে পর্যবেক্ষণ চলছে। এফডিএ ও সিডিসি (রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র) খুব শিগগিরই এসব তথ্য প্রকাশ করবে। এ বিষয়ে এনবিসির খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের চিকিৎসকরা বলেছেন, টিকা নেওয়ার পরও অনেকে এখনো ঝুঁকিপূর্ণ। তাদের রোগ প্রতিরোধ ব্যবস্থা এখনো দুর্বল। সিডিসির তথ্যসূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রের ৯০ লাখ মার্কিনির করোনা প্রতিরোধ ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে।
এটা তাদের বিভিন্ন জটিল রোগ ও ওষুধ নেওয়ার কারণে হয়েছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের এক তৃতীয়াংশ লোক এখনো প্রথম ডোজেরই টিকা নেয়নি। এ অবস্থায় বাইডেন প্রশাসন ভাবছে, আগামী সেপ্টেম্বরে বুস্টার ডোজ শুরু করা যায় কিনা। তবে তৃতীয় ডোজের জন্য অনুমোদন একমাত্র দিতে পারে এফডিএ। সংস্থাটি থেকে অনুমোদন পাওয়ার পর সেটা যাবে সিডিসির কাছে। সিডিসি জানাবে সেটির প্রয়োজন আছে কি না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, গত মে মাসে উচ্চ-আয়ের দেশগুলো প্রতি ১০০ জনের বিপরীতে ৫০ ডোজ টিকা প্রয়োগ করেছে। এই সংখ্যা এখন দ্বিগুণ হয়েছে। কিন্তু নিম্ন আয়ের দেশে ১০০ জনের বিপরীতে দেড় ডোজও টিকা জোটেনি। কেবল সরবরাহ ঘাটতির কারণে। করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। এনবিসি নিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।