Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মালদ্বীপ যাচ্ছে বসুন্ধরা কিংস

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১২ আগস্ট, ২০২১, ৮:১৩ পিএম

এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) কাপের গ্রুপ পর্ব খেলতে মালদ্বীপ যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দুইবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। বৃহস্পতিবার ভোর ৪টায় ঢাকা থেকে রওয়ানা হয়ে শুক্রবার সকাল সাড়ে ৮টায় মালদ্বীপের রাজধানী মালেতে পৌঁছার কথা কিংস ফুটবলারদের। প্রাণঘাতি করোনাভাইরাসের সংক্রমণ রোধে দু’দফা পিছিয়ে ফের শুরু হচ্ছে এএফসি কাপের খেলা। টুর্নামেন্টের ‘ডি’ গ্রুপে খেলছে বসুন্ধরা। এই গ্রুপে বিপিএল চ্যাম্পিয়নরা ছাড়াও রয়েছে ভারতের মোহনবাগান, মালদ্বীপের মাজিয়া স্পোর্টস এন্ড রিক্রিয়েশন ক্লাব এবং বেঙ্গালুরু এফসি ও ঈগলস ক্লাবের মধ্যকার প্লে-অফ ম্যাচে জেতা দল।

আগামী রোববার মালে স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্লে-অফের খেলা। প্লে-অফ শেষে গ্রুপ পর্বের খেলা শুরু হবে। ১৮ আগস্ট গ্রুপ পর্বের প্রথম ম্যাচে বসুন্ধরার প্রতিপক্ষ মালদ্বীপের মাজিয়া স্পোর্টস ক্লাব। প্লে-অফে বিজয়ী দলের বিপক্ষে ২১ আগস্ট ও ২৪ আগস্ট ভারতের মোহন বাগানের বিপক্ষে খেলবে বসুন্ধরা কিংস। ক্লাবটির অন্যতম নির্ভরযোগ্য দুই ফরোয়ার্ড মতিন মিয়া, তৌহিদুল আলম সবুজ ও ডিফেন্ডার রিমন হোসেন যেতে পারেননি দলের সঙ্গে। রিমনের ইনজুরি, সবুজের করোনা পজিটিভ ও মতিনের পাসপোর্ট জটিলতা রয়েছে।

এদিকে ম্যাচ খেলার অনিশ্চয়তা মাথায় নিয়েই দলের সঙ্গে মালদ্বীপ গেছেন নাইজেরিয়া থেকে সদ্য বাংলাদেশের নাগরিকত্ব পাওয়া বসুন্ধরার ফরোয়ার্ড এলিটা কিংসলে। বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র এবং পাসপোর্ট পেলেও ফিফা এবং এএফসির বিধি নিষেধে তার এএফসি কাপে খেলা আটকে আছে । ১৭ আগস্ট ম্যাচের আগের দিন ফিফা থেকে স্বীকৃতি পেলে এএফসি কিংসলেকে টুর্নামেন্টে খেলার সুযোগ দেবে বসুন্ধরা ক্লাব সুত্রে জানা গেছে। তারা আরো জানায়, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ও বসুন্ধরা কিংসের কাছে বাংলাদেশ সরকারের ইমিগ্রেশন বিভাগ থেকে আনুষ্ঠানিক চিঠি চেয়েছে ফিফা। পাসপোর্টে কিংসলের বাংলাদেশের বসবাসকাল ও গমনাগমনের তথ্য পেলেও ফিফার চাহিদা ইমিগ্রেশন বিভাগের চিঠি। ইমিগ্রেশনের চিঠি পেতে ইতোমধ্যে কাজ ষুরু করেছেন বসুন্ধরা কিংস ও বাফুফে কর্তারা। ইমিগ্রেশনের চিঠি পাওয়ার পর বাফুফেকে সাক্ষ্য দিতে হবে কিংসলের দেওয়া তথ্য সঠিক। তবে তথ্যে কোনো ভুল থাকলে দায়ভার বাফুফের। কিংসলে বসুন্ধরা কিংসের হয়ে খেলার অনুমতি পেলে তার এই অনুমতি বাংলাদেশ জাতীয় দলে খেলার জন্যও প্রযোজ্য হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ