বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বরেণ্য বুদ্ধিজীবী, বিশিষ্ট্য শিক্ষাবিদ, কলামিস্ট, বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. এবনে গোলাম সামাদের শারীরিক অসুস্থতায় গভীর উদ্বেগ প্রকাশ এবং দ্রুত তার উন্নত চিকিৎসার ব্যবস্থা দাবী জানিয়ে বিবৃতি দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশী জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক গ্রুপ (সাদা দল)।
সাদা দলের ভারপ্রাপ্ত আহবায়ক প্রফেসর ড. মোহা. এনামুল হক স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়েছে, দেশের শীর্ষস্থানীয় একজন জ্ঞানতাপস, সজ্জন ব্যক্তিত্ব, বর্ষীয়ান শিক্ষাবিদ প্রফেসর এবনে গোলাম সামাদ গত প্রায় একমাস যাবত গুরুতর অসুস্থ অবস্থায় দিনাতিপাত করছেন। হার্টের সমস্যা নিয়ে তিনি রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন, ইতোমধ্যে তিনি করোনাক্রান্ত হয়ে পড়েন। কিন্তু সেখানে নিতান্ত অবহেলা এবং উদাসীনতার শিকার হন তিনি। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এ বরেণ্য ব্যক্তিকে হাসপাতালের বারান্দায় রেখে চিকিৎসা করা হয়। পরবর্তীতে বেসরকারী একটি হাসপাতাল কর্তৃপক্ষের বদান্যতায় তাঁকে সেখানে স্থানান্তরিত করে চিকিৎসা দেয়া হয়।
বর্তমানে তিনি করোনামুক্ত হলেও অত্যন্ত দুর্বল হয়ে পড়েছেন সেই সাথে বয়সজনিত আরো কিছু জটিলতায় ভুগছেন। তার উন্নত চিকিৎসার প্রয়োজন। আমরা দেশবরেণ্য এ বুদ্ধিজীবী ও বীর মুক্তিযোদ্ধার সুচিকিৎসার জন্য আশু পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের কাছে জোর দাবী জানাচ্ছি। প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য তাঁকে বিদেশে নেয়ার উদ্যোগ নেয়া হোক। সেই সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বিশ্ববিদ্যালয়ের গর্ব আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এ বিজ্ঞানীর সুচিকিৎসার বিষয়ে দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য আহবান জানাচ্ছি।
বিবৃতিতে স্বাক্ষরকারী শিক্ষকবৃন্দের মধ্যে রয়েছেন: প্রফেসর ড. মোহা. এনামুল হক, প্রফেসর ড. মো.শামসুল আলম সরকার, প্রফেসর ড. কে বি এম মাহবুবুর রহমান, প্রফেসর ড. সি. এম. মোস্তফা, প্র্রফেসর ড. মো. সাইফুল ইসলাম ফারুকী, প্রফেসর ময়েজুল ইসলাম, প্রফেসর আশরাফ উজ্জামান, প্রফেসর ড. এফ এম এইচ তাকী, প্রফেসর ড. মো. বেলাল হোসেন, প্রফেসর এ এন এম জাহাঙ্গীর কবীর, প্রফেসর ড. আমজাদ হোসেন, প্রফেসর ড.ফজলুল হক, প্রফেসর ড.হাবীবুর রহমান, প্রফেসর ড. রেজাউল করিম-২, প্রফেসর ড. আমিনুল হক, প্রফেসর ড. মামুনুর রশীদ, প্রফেসর ড. মো. ফরিদুল ইসলাম, প্রফেসর ড. মোস্তফা কামাল আকন্দ, প্রফেসর ড. গোলাম সাদিক, প্রফেসর ড. দিল আরা হোসেন, প্রফেসর ড. আব্দুল হান্নান, প্রফেসর শফিকুল ইসলাম, প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ, প্রফেসর ড.শামসুজ্জোহা এছামী, প্রফেসর ড. মোহাম্মদ আলী , প্রফেসর ড. সৈয়দ সারওয়ার জাহান লিটন, প্রফেসর ড. মো. আব্দুল আলীম, প্রফেসর ড. সকিল উর রহমান, প্রফেসর ড. কুদরত-ই-জাহান, মিসেস লাভলী নাহার, অধ্যাপক হাবিবুল ইসলাম, ড. মোহা. মনিরুল হক প্রমূখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।