Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজশাহী বিভাগে করোনায় ৮ জনের মৃত্যু, শনাক্ত ৫৯৮

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ১১ আগস্ট, ২০২১, ৬:৫৭ পিএম

রাজশাহী বিভাগের ৮টি জেলায় করোনা ভাইরাসে চিকিৎসাধীন অবস্থায় নতুন করে আরো ৮ জনের মৃত্যু ও ৫৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৮৯ হাজার ৯৯৭ জন। এদিন গত দিনের থেকে ৯০ জনের বেশি করোনা শনাক্ত হয়েছে। আর মোট মৃত্যু হয়েছে ১৪৪৩ জনের।

রাজশাহী জেলায় করোনা শনাক্ত হয়েছে ২৫ হাজার ৮১০ জনের। শনাক্তের বেশির ভাগ রাজশাহী মহানগর এলাকায় ২০ হাজার ৭৯২ জন। বাঘা উপজেলায় ৬৭৬ জন, চারঘাট উপজেলায় ৭২৭ জন, পুঠিয়া উপজেলায় ৬৪১ জন, দুর্গাপুর উপজেলায় ৫৩৩ জন, বাগমারা উপজেলায় ৪৬০ জন, মোহনপুর উপজেলায় ৩৯৪ জন, তানোর উপজেলায় ৪৪৭ জন, পবা উপজেলায় ৬৩৯ জন ও গোদাগাড়ীতে ৫০২ জন। রাজশাহী জেলায় শনাক্তের হার ১৭ শতাংশ। রাজশাহী জেলায় প্রথম করোনা শনাক্ত হয় ১২ এপিল ও নগরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ১৫ মে। এদিন নতুন করে ১৪৫ জনের করোনা শনাক্ত হয়।

রাজশাহী বিভাগ : রাজশাহী বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ৫৯৮ জনের। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৮৯ হাজার ৯৯৭ জনে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১৪৪৩ জনের। এদিন নতুন করে ৮ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৬৬ হাজার ৯৮৫ জন সুস্থ হয়েছে। এরমধ্যে রাজশাহী জেলায় ২৫ হাজার ৮১০ জন, চাঁপাইনবাবগঞ্জ ৫২৭৮ জন, নওগাঁ ৬১৪৬ জন, নাটোর ৭৪৩৬ জন, জয়পুরহাট ৪৩১৭ জন, বগুড়া জেলায় ১৯ হাজার ৯৭৯ জন, সিরাজগঞ্জ ৯৯৩৫ জন ও পাবনা জেলায় ১১০৫৪ জন। মৃত্যু হওয়া ১৪৪৩ জনের মধ্যে রাজশাহী জেলায় ২৬১ জন, চাঁপাইনবাবগঞ্জে ১৪৫ জন, নওগাঁ ১২৫ জন, নাটোর ১৩৭ জন, জয়পুরহাট ৫৪ জন, বগুড়া ৬০৬ জন, সিরাজগঞ্জ ৭৮ জন ও পাবনায় ৩৭ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ১০৫১৪৩ জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাজশাহী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ