Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর্তব্য কর্মে শ্রেষ্টত্বের পুরস্কৃত হলেন এসএমপির ২২ কর্মকর্তা ও সদস্য

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১১ আগস্ট, ২০২১, ৪:০৪ পিএম

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মাসিক ভার্চুয়াল অপরাধ সভা হয়েছে সম্পন্ন। এ সভায় শ্রেষ্ঠত্বের পুরস্কার পেয়েছেন এসএমপি’র ২২ কর্মকর্তা ও সদস্য। মঙ্গলবার (১০ আগস্ট) এসএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ’র সভাপতিত্বে জুম এ্যাপসের মাধ্যমে অনুষ্ঠিত এ সভায় যুক্ত ছিলেন এসএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) পরিতোষ ঘোষ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্) মো. শফিকুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (পিওএম) মো. কামরুল আমিন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ, উপ-পুলিশ কমিশনার (সদর) তোফায়েল আহমেদ, উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজবহার আলী শেখ পিপিএম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. সোহেল রেজা পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ডিবি) সঞ্জয় সরকার, উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন) মো. জাবেদুর রহমান সহ সকল অতিঃ উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার ও এসএমপির ৬ থানার অফিসার ইনচার্জ। সভায় সকল থানার অফিসার ইনচার্জ অধীনস্থ নিজ নিজ এলাকাগুলোর আইন-শৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন। এসময় তদন্তাধীন মামলাসমূহ দ্রুত নিষ্পত্তির জন্য এবং বিট পুলিশিং কার্যক্রমকে আরো বেগবান করার জন্য এসএমপি’র সকল থানার অফিসার ইনচার্জদের নির্দেশ প্রদান করেন পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ। এসএমপি কমিশনার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত রাখার উপর গুরুত্ব আরোপ করেন। করোনা মহামারী প্রাদুর্ভাব থেকে বাঁচতে সকলকে সচেতন থাকতে ও জনসাধারণকে সচেতন করার জন্য নির্দেশনাও প্রদান করেন তিনি। এসএমপি কমিশনার মহোদয় এসময় সরকার ঘোষিত লকডাউন এর নির্দেশনাবলী যথাযথভাবে মাঠ পর্যায়ে বাস্তবায়নে সচেষ্ট থাকা এবং মানবিক কাজে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। এদিকে, এসএমপির অপরাধ পর্যালোচনা সভায় ২২ জন কর্মকর্তাকে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্বের পুরস্কার প্রদান করা হয়। তারা হচ্ছেন যথাক্রমে-১. শ্রেষ্ঠ ডিসি মো. সোহেল রেজা (দক্ষিণ-বিভাগ), ২. শ্রেষ্ঠ এডিসি মো. ইয়াহিয়া আল মামুন (সদর ও প্রশাসন), ৩. শ্রেষ্ঠ এসি মো. সামছুদ্দিন সালেহ আহমদ চৌধুরী পিপিএম (বার), ৪. শ্রেষ্ঠ এসি মো. হুমায়ুন কবির (সদর ও প্রশাসন), ৫. শ্রেষ্ঠ ওসি এসএম আবু ফরহাদ, অফিসার ইনচার্জ, কোতোয়ালি মডেল থানা, ৬. শ্রেষ্ঠ ইন্সপেক্টর মো. নুরুল ইসলাম, (আরআই), এসএমপি পুুলিশ লাইন, সিলেট, ৭. শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক মোহাম্মদ ইয়াছিন, ইন্সপেক্টর তদন্ত কোতোয়ালি মডেল থানা, ৮. শ্রেষ্ঠ কোর্ট ইন্সপেক্টর মো. আতিকুর রহমান, (প্রসিকিউশন-বিভাগ), ৯. শ্রেষ্ঠ টিআই শরীফ মাহমুদ আব্দুল আওয়াল, (ট্রাফিক-বিভাগ), ১০. শ্রেষ্ঠ ইন্সপেক্টর মো. রুহুল আমিন, (সিটিএসবি-বিভাগ), ১১. শ্রেষ্ঠ ইন্সপেক্টর ডিবি মো. শাহিন মিয়া (মহানগর গোয়েন্দা বিভাগ), ১২. শ্রেষ্ঠ এসআই ডিবি আবু রায়হান নূর (মহানগর গোয়েন্দা বিভাগ), ১৩. শ্রেষ্ঠ এসআই মো. কারুজ্জামান, (সিটিএসবি-বিভাগ), ১৪. শ্রেষ্ঠ টিএসআই আকবর হোসেন, (ট্রাফিক-বিভাগ), ১৫. শ্রেষ্ঠ কোর্ট এসআই সুদীপ্ত ভট্টাচার্য, (প্রসিকিউশন-বিভাগ), ১৬. শ্রেষ্ঠ এসআই সরোয়ার হোসেন ভূঁইয়া, শাহপরান (রহঃ) থানা, ১৭. শ্রেষ্ঠ এসআই মো. সাহাব উদ্দিন, ইনচার্জ (সি-স্টোর) এসএমপি পুুলিশ লাইন, সিলেট, ১৮. শ্রেষ্ঠ এএসআই মো. আপন মিয়া, দক্ষিণ সুরমা থানা, ১৯. শ্রেষ্ঠ এএসআই এসএম ইমতিয়াজ, সহকারি ইনচার্জ (সি-স্টোর) এসএমপি পুুলিশ লাইন, সিলেট, ২০. শ্রেষ্ঠ এটিএসআই মো. কুতুব উদ্দিন, (ট্রাফিক-বিভাগ), ২১. শ্রেষ্ঠ এএসআই মো. মনজুর আহমদ, (সিটিএসবি-বিভাগ), ২২. শ্রেষ্ঠ ড্রাইভার এটিএসআই মো. মুজিবুর রহমান, মটরযান শাখা, এসএমপি, সিলেট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পুলিশ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ