প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
এ সময়ের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। এবার ঈদে প্রায় ২১ টির মতো নাটকে দেখা গেছে এই অভিনেত্রীকে। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো কোনো ফরম্যাটে সিরিজ জয় করল টাইগাররা। আর এই ক্রিকেটীয় উত্তেজনায় বেশ সমালোচনার কবলে পড়লেন জনপ্রিয় এই অভিনেত্রী।
অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচের খেলা শেষে ফেসবুকে তাসনিয়া লেখেন, What a way to end the series. Kudos Bangladesh ❤️???????? Meanwhile Afif Hossain 'তাড়াতাড়ি শেষ করেন ভাই, অনেকদিন পর বাসায় যাব' ????
উল্লেখ্য, অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচে বাংলাদেশের জয় তখন নিশ্চিত হয়ে গেছে। একের পর এক উইকেট পড়ছে অস্ট্রেলিয়ার। অতিথিদের ব্যাটসম্যানরা ক্রিজে আসছে আর চলে যাচ্ছে। টাইগারদের জয়ের জন্য প্রয়োজন আর ১ উইকেট। ওই সময় উইকেটের পেছনে দাঁড়িয়ে পরিবারের কাছে ফিরতে যেন আর তর সইছিল না কিপার নুরুল হাসান সোহানের। তিনি বলে ওঠেন, ‘সাকিব ভাই, তাড়াতাড়ি আউট করেন; বাসায় যাব’! স্টাম্প মাইকে ধরা পড়ে সোহানের এই বার্তা। আর বাংলাদেশের খেলার এই অংশটুকু নিয়েই ফেসবুকে পোস্ট দেন তাসনিয়া ফারিণ। তবে যে সংলাপটি ভাইরাল হয় সেটা আফিফ হোসেনের উল্লেখ করে পোস্ট দেন তাসনিয়া ফারিণ।
তাসনিয়া এভাবে নুরুল হাসান সোহানকে আফিফ হিসেবে উপস্থাপন করায় ভীষণ অবাক হয়েছেন নেটিজেনরা। অনেকে ক্ষুব্ধও হন।
সোহানকে আফিফ বলে উল্লেখ করায় ভক্তরা বলছেন, খেলা না দেখে নাচানাচি করলে এমনই। ফারিণ যদি কিছুটা খেলা দেখে থাকতেন তাহলে এমন ভুল কোনোভাবেই হতো না, এমনকি উত্তেজনাতেও না। উনি একটা কাটা ক্লিপস দেখে মন্তব্য করেছেন।
আর তাসনিয়া ফারিণ আত্মপক্ষ সমর্থন করে বলেন, 'খেলার উত্তেজনায় ভুল হতেই পারে।' অবশ্য পোস্ট দেওয়ার ঘণ্টাখানেক পরেই ভুল সংশোধন করে নেন তাসনিয়া ফারিণ।
প্রসঙ্গত, সেই জিম্বাবুয়ে সিরিজ থেকে পরিবার থেকে দূরে বায়ো বাবলে আছেন টাইগার ক্রিকেটাররা। কোরবানির ঈদও কেটেছে দেশের বাইরে। অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচের পর সবাইকে কিছুদিনের ছুটি দেওয়া হয়েছে। নিউজিল্যান্ড সিরিজ উপলক্ষে ২২ তারিখে সবাই আবার ক্যাম্পে যোগ দেবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।