গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর মোহাম্মদপুরে লরিচাপায় এটি এম মোতাকাব্বির হোসেন (৪২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
বুধবার (১১ আগস্ট) ভোর সোয়া ৪টায় গণভবনের প্রধান ফটকের বিপরীত পাশে এ দুর্ঘটনা ঘটে। মোতাকাব্বিরকে উদ্ধার করে পুলিশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মোহাম্মদপুর থানার এসআই মো. সাইদ বলেন, ওই মোটরসাইকেল চালককে একটি লরি চাপা দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। লরিটি শনাক্তের চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, মোতাকাব্বির মোহাম্মদপুরের চন্দ্রিমা উদ্যানের বি ব্লকের ৫ নম্বর বাসায় ভাড়া থাকতেন। তিনি আমিনুল ইসলামের ছেলে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।