Inqilab Logo

বৃহস্পতিবার, ০৬ জুন ২০২৪, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

গুজবে নিজেকে না জড়ানোর অনুরোধ তিন্নির

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১১ আগস্ট, ২০২১, ১১:২০ এএম

সাম্প্রতিক সময়ের বেশ কিছু ঘটনায় দেশীয় শোবিজে অস্থিরতা বিরাজ করছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা মিশ্র প্রতিক্রিয়া দেখাচ্ছেন। শোবিজের নতুন-পুরাতনদের নিয়েও নানা কথা শোনা যাচ্ছে। কিন্তু সহকর্মীদের এমন আচরণে বিস্ময় প্রকাশ করেন কানাডা প্রবাসী অভিনেত্রী শ্রাবস্তী দত্ত তিন্নি। একইসঙ্গে গুজবে অকারণে নিজেকে না জড়ানোর অনুরোধ করেছেন তিন্নি।

মঙ্গলবার (১০ আগস্ট) ফেসবুকে এক দীর্ঘ স্ট্যাটাসে ব্যক্তি জীবনের পাশাপাশি আরও কিছু বিষয় তুলে ধরেন তিনি।

ফেসবুক স্ট্যাটাসে তিন্নি লিখেছেন, ‘সেই এক কাসুন্দি ২০১০ সাল থেকে। কী হইলো কেমনে হইলো- এসব চলতেছে, হায়রে মানসিকতা! সময়ের সঙ্গে মানুষের উন্নতি হয় আর আমাদের ওই একই ঘ্যানঘ্যানানি আর ভালো লাগে না।’

সেই সময়ের আর এই সময়ের তিন্নির মধ্যে কতোটা পার্থক্য উল্লেখ করে অভিনেত্রী লেখেন, ‘তখনকার আমি আর এখনকার আমির মধ্যে পার্থক্য হলো- এখন আমি সুন্দর দুটি কন্যাসন্তানের মা। তখন ২১-২২ বছর বয়সী তিন্নি মডেল-অভিনেত্রী ছিল। আর এখন ৩৭ বছর বয়সী নারী ও একজন মা।’

নিজেকে মনখোলা আর আশাবাদী মানুষ দাবি করে তিনি লেখেন, ‘আমি আগের মতই মনখোলা ও আশাবাদী মানুষ। এখনো প্রাণ ভরে হাসি, যেকোনো পছন্দের গানের সঙ্গে নেচে উঠবো, মানুষকে রেঁধে খাওয়াবো। কারো কষ্টের সময়ে পাশে দাঁড়াবো, কষ্ট পেয়েছি তাই কষ্টের মূল্য বুঝি।’

এই অভিনেত্রী নিজের জীবনে ঘটে যাওয়া আগের কোনও বিষয় সামনে না নিয়ে আসার আহ্বান জানিয়ে লেখেন, ‘আমি আর অভিনয় করছি না। সুতরাং একজন মাকে এসব চুলকানি থেকে বাদ দেওয়া যায় না! আমরা সবাই তো কারো সন্তান, আমারো তো মা-বাবা আছে নাকি? আমাদের নিয়ে অন্য মানুষ খারাপ বললে, আমাদের সন্তান, মা-বাবাও কষ্ট পান। এটাই কী স্বাভাবিক নয়?’

প্রবাসী এই অভিনেত্রী আক্ষেপ প্রকাশ করে লেখেন, ‘শুনেছিলাম, ‘মানুষের হায় লাগলে মানুষ সর্বস্বান্ত হয়ে যায়’। আমার কথা বলছি না, আমাদের বাবা-মা, সন্তানদের কষ্টের হায় লাগার কথা বলছি। আমরা কী পারি না ভালোভাবে-ভদ্রভাবে সবকিছু উপস্থাপন করতে? দয়া করে নিজে বাঁচুন অন্য কেউ বাঁচতে দিন! আসুন সবাই আবার মানুষের মতো কাজ করি। ’

সন্তানদের জন্য দোয়া চেয়ে তিন্নি স্ট্যাটাসটির শেষভাগে লেখেন, ‘জীবনে ভণ্ডামি করি নাই, করলে হয়তো অনেক ভালো জীবন হতে পারতো। যাই হোক, সবাই আমার ও আমার সন্তানদের জন্য দোয়া, আশীর্বাদ করবেন, যেন দিন শেষে সন্তানদের মানুষের মতো মানুষ করতে পারি। আমি কী ভুল বললাম?’

উল্লেখ্য, আনন্দধারা ফটোজেনিক প্রতিযোগিতা ২০০২-এ অংশ নিয়ে মডেলিংয়ের মাধ্যমে কর্মজীবন শুরু করেন তিন্নি। এর দুই বছর পর মোস্তফা সরোয়ার ফারুকী নির্মিত ধারাবাহিক ‘৬৯’ নাটকের মাধ্যমে অভিনয় শুরু করেন। তারপর অভিনয় করেছেন অসংখ্য নাটকে। পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিন্নি। তার অভিনীত সিনেমার মধ্যে রয়েছে ‘ডুবসাঁতার’, ‘মেড ইন বাংলাদেশ’, ‘সে আমার মন কেড়েছে’। ২০১৭ সালের পর আর এই তারকাকে অভিনয়ে দেখা যায়নি। বর্তমানে কন্যা ওয়ারিশাকে নিয়ে কানাডায় বসবাস করছেন তিন্নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢালিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ