Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিউজিক্যাল ডকু-ফিল্ম ‘রক্তমাখা সিঁড়ি’তে তারিন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১১ আগস্ট, ২০২১, ১০:৪৭ এএম

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ‘রক্তমাখা সিঁড়ি’ শিরোনামের একটি গানে কণ্ঠ দেন এ প্রজন্মের কণ্ঠশিল্পী নিশিতা বড়ুয়া। গানটি অবলম্বনে নির্মিত হচ্ছে একটি মিউজিক্যাল ডকু-ফিল্ম। এই ফিল্মে ১০ আগস্ট (সোমবার) শুটিংয়ে অংশ নেন জনপ্রিয় অভিনেত্রী তারিন জাহান।

এ প্রসঙ্গে তারিন বলেন, ‘বঙ্গবন্ধু বাঙালির চেতনার বাতিঘর। বঙ্গবন্ধুকে হারানোর শোককে শক্তিতে রূপান্তরিত করার প্রয়াস পেয়েছি এই মিউজিক্যাল ডকু-ফিল্মে। আমি এখানে নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর মৃত্যুঞ্জয়ী সত্তাকে তুলে ধরার চেষ্টা করেছি।’

সুজন হাজংয়ের প্রযোজনায় মিউজিক্যাল ডকু-ফিল্মটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন সোহেল রানা বয়াতী। চিত্রগ্রহণ করেছেন কমল চন্দ্র দাস। ইতিমধ্যে ধানমন্ডি বত্রিশ, স্বাধীনতা যাদুঘর, জগন্নাথ হল, শিখা চিরন্তনসহ রাজধানীর বেশকিছু জায়গায় শুটিং সম্পন্ন হয়েছে।

সুজন হাজং বলেন, ‘তারিন একজন গুণী অভিনেত্রী। বঙ্গবন্ধুকে নিয়ে আমার লেখা ‘রক্তমাখা সিঁড়ি’ শিরোনামের গানটিতে অভিনেত্রী হিসেবে তারিনকে নির্বাচন করেছি। কারণ গানের হৃদয়স্পর্শী সুর এবং অসাধারণ গায়কী সবকিছু মিলিয়ে বঙ্গবন্ধুকে নতুন প্রজন্মের কাছে উপস্থাপনা করতে তারিনকেই আমার উপযুক্ত মনে হয়েছে। আশা করি এই গুণী অভিনেত্রী ধানমন্ডি বত্রিশ তথা বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘরকে নতুন প্রজন্মের কাছে চেতনার বাতিঘর হিসেবে সুনিপুণভাবে উপস্থাপন করতে পারবেন।’

জানা গেছে, মিউজিক্যাল ডকু-ফিল্মটি জাতীয় শোক দিবসে (১৫ আগস্ট) সুজন হাজংয়ের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢালিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ