Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘‌ম্যাডাম’‌ মোদি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১১ আগস্ট, ২০২১, ১০:০৬ এএম

পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার রঘুনাথপুর বিধানসভার বিজেপি বিধায়ক বিবেকানন্দ বাউরি ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘‌ম্যাডাম’‌ সম্বোধন করে একটি চিঠি লিখেছেন। চিঠিটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। ফলে কটাক্ষের মুখে পড়েছেন ওই বিধায়ক।

এবারের বিধানসভা নির্বাচনে প্রথমবার বিধায়ক হয়েছেন তিনি। ৯ আগস্ট প্রধানমন্ত্রীর দিল্লির দফতরে ওই চিঠি লেখেন বিবেকানন্দ।

রঘুনাথপুর বিধানসভা এলাকার একটি দু’বছরের শিশু ‘ব্লাড ক্যান্সারে’ আক্রান্ত হওয়ায় বিধায়কের কাছে আর্থিক সাহায্যের আবেদন করেছিলেন। এরপর রাজবীর বাউরি নামে ওই দু’বছরের শিশুর চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে সাহায্যের আবেদন জানিয়ে চিঠি লিখেছেন বিজেপি বিধায়ক। সেই চিঠিতেই তিনি প্রধানমন্ত্রীকে ‘ম্যাডাম’ বলে সম্বোধন করেন।

বিবেকানন্দ বলছেন, ‘‌প্রধানমন্ত্রীর আগে মুখ্যমন্ত্রীকে উদ্দেশ করে ওই একই বক্তব্যে চিঠিটি লেখা হয়েছিল। প্রধানমন্ত্রীর চিঠির ক্ষেত্রে যেখানে ‘ম্যাডাম’ লেখা হয়েছে, সেই জায়গায় শব্দটি বদল করা হয়নি। আমার অফিসে যারা কাজ করেন, তাদেরই ভুল এটা। এতই ব্যস্ত ছিলাম যে স্বাক্ষর করার সময় দেখার সুযোগ হয়নি।’

পরে তিনি বলেন, ‘যে চিঠি আপনারা দেখেছেন, তা ছিল ড্রাফ্ট। সেটা কোথাও পাঠানো হয়নি। সংশোধিত চিঠি লিখে আমার অফিসে রাখা হয়েছে। শিশুটির বাবা তার সময়মতো এসে নিয়ে যাবেন।’

এদিকে, পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল শিবিরের দাবি, চিঠিই লিখতে জানেন না বিজেপি বিধায়ক। তিনি কীভাবে মানুষের সাহায্যে কাজে আসবেন? যদিও তৃণমূলের এই দাবিকে পাত্তা দিতে নারাজ বিবেকানন্দ। সূত্র : আজকাল



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ