Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বগুড়ার বানিয়াজান স্পারে ফের ভাঙ্গন আতংকে এলাকাবাসী

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ১০ আগস্ট, ২০২১, ৮:৪৮ পিএম | আপডেট : ৮:৪৮ পিএম, ১০ আগস্ট, ২০২১

বগুড়ার ধুনটের ভান্ডারবাড়ী ইউনিয়নে মাত্র ৪ দিনের ব্যবধানে যমুনার বানিয়াজান স্পারে আবারও ভাঙ্গন দেখা দেওয়ায় স্পারটির আরও ৩০মিটার নদী গর্ভে বিলীন হয়েছে। এতে স্পারের মাটির অংশের সাথে কংক্রিটের অংশ দ্বি-খন্ডিত হয়েছে। এ খবর পেয়ে ধুনট উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থল পরিদর্শন করে মাইকিং করে গ্রামবাসীর সহযোগীতা নিয়ে ভাঙন রোধে চেষ্টা চালিয়েছেন বলে জানিয়েছে এলাকাবাসী।

তবে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা বলেছেন, বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভাঙন ঠেকাতে ২০০৩ সালে নির্মাণ করা হয় এই স্পারটি। ১১ কোটি টাকা ব্যয়ে নির্মিত ১২০০ মিটার দৈর্ঘ্যের এই স্পারটি যমুনা নদীর বুকে ডুবো চর জেগে ওঠায় পানির প্রবল স্রোত আঘাতে ঝুঁকির মুখে পড়েছে। মূলত একারণেই গত বৃহস্পতিবার স্পারের মাটির অংশে ২০মিটার এলাকা নদী গর্ভে বিলীন হয়ে যায়। পানি উন্নয়ন বোর্ড ভাঙ্গনস্থলে মেরামত কাজ শুরু করলেও সোমবার রাতে ওই স্থানে আরও ৩০মিটার ভেঙে নদী গর্ভে বিলীন হয়। এতে স্পারটির ভাটি এলাকায় থাকা আবাদী জমি ও বসত ভিটা ভাঙনের ঝুঁকিতে পড়েছে।

সোমবার রাতেই স্পারটিতে পুনরায় ভাঙনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মোহন্ত। তিনি মাইকে গ্রামবাসীকে ডেকে তাদের সহযোগিতা নিয়ে গভীর রাত পর্যন্ত ভাঙন রোধে সেখানে বালু ভর্তি জিও ব্যাগ ফেলার কাজ করেন। এদিকে মঙ্গলবার থেকে থেকে পানি উন্নয়ন বোর্ডের তত্বাবধায়নে স্পারের ভাঙন জরুরী ভিত্তিতে মেরামত কাজ শুরু করা হয়েছে।

বগুড়া পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী হুমায়ুন কবির বলেন ২০০৩ সালে স্পারটি নির্মাণ হলেও অর্থ অভাবে পরবর্তীতে স্পারটি সংস্কার করা যায়নি। বর্তমানে ভাঙন রোধে সাময়িক সমাধানের চেষ্টা করা হচ্ছে। তবে যমুনা শাসনের নতুন একটি প্রকল্প অনুমোদন পেলে স্পারটি রক্ষায় স্থায়ী উদ্যোগ গ্রহণ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বগুড়া

২২ ফেব্রুয়ারি, ২০২২
২১ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ