প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
করোনা ভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ও চিত্রনায়ক জায়েদ খান । আজ (১০ আগস্ট) দুপুরে রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে টিকাদান কেন্দ্রে তিনি এই ভ্যাকসিন নেন। এর আগে (১০ জুলাই) সিনোফার্মের প্রথম ডোজের টিকা নিয়েছেন এই চিত্রনায়ক।
ভ্যাকসিন গ্রহণের পর জায়েদ খান বলেন, গোটা বিশ্ব এখন চরম বিপর্যয়ের মুখে। এ বিপর্যয় থেকে রক্ষা পেতে এখন আর টিকার বিকল্প নেই। তাই আজ একমাস পর আবারও করোনা টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করলাম। যাদের সুযোগ রয়েছে তাদের এখনই টিকা গ্রহণ করা উচিত। টিকাই একমাত্র এ পরিস্থিতি থেকে উত্তরণ দিতে পারে।
জায়েদ খান আরো বলেন, কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আমি টিকা গ্রহণ করেছি। এত চমৎকার পরিবেশ। আমার ধারণা দেশের প্রত্যেকটি টিকাকেন্দ্রই এমনই চমৎকার। তাই সবাই টিকা নিন, নিরাপদে থাকুন।
দেশে সুন্দরভাবে করোনা টিকার গ্রহণের ব্যবস্থা করে দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন জায়েদ খান।
চিত্রনায়ক জায়েদ খান সর্বশেষ গতমাসে 'জখম' সিনেমায় চুক্তিবদ্ধ হন। খুব শিগগিরই এর নির্মাণ কাজ শুরু হবে। এছাড়া তার হাতে কয়েকটি নতুন সিনেমা রয়েছে। এগুলোর শুটিংও আটকে আছে করোনার কারণে। যদিও এই নায়কের মোস্তাফিজুর রহমান বাবুর ‘হৃদয় ছোঁয়া ভালোবাসা’, শফিক হাসানের ‘বাহাদুরী’ মুক্তির অপেক্ষায় রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।