নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
কত কত রেকর্ডই তো নিজের করে নিয়েছেন সাকিব আল হাসান। এই রেকর্ডটা নিশ্চয়ই তার কাছে আলাদা হয়ে থাকবে। কারণ এমন কীর্তি যে নেই আর কারো। আন্তর্জাতিক ক্রিকেটে এখন তার উইকেট সংখ্যা ঠিক একশ। গতকাল সিরিজের পঞ্চম টি-টোয়েন্টিতে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে এই মাইলফলক ছুঁয়েছেন তিনি।
বিশ্বে টি-টোয়েন্টি ক্রিকেটে একশ উইকেট নেওয়া দ্বিতীয় ক্রিকেটার তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টির আগে সাকিবের উইকেট সংখ্যা ছিল ৯৮ টি। এই ম্যাচে দুই উইকেট নিতেই সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে ১০০ উইকেট পূর্ণ করেন সাকিব। এতে গড়েন ইতিহাসও। প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে এক হাজার রান ও ১০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন এই অলরাউন্ডার। আগের ম্যাচে পাঁচ ছক্কা খাওয়ার লজ্জায় পড়েছিলেন। পরের ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছেন সাকিব। ৩ ওভার ৪ বল হাত ঘুরিয়ে মাত্র ৯ রান দিয়ে চার উইকেট পেয়েছেন তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।