প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
আলোচিত ও সমালোচিত চিত্রনায়িকা পরীমনি গ্রেপ্তার হয়েছেন এবং তার বিরুদ্ধে মামলা হয়েছে। সিআইডি এখন তাকে জিজ্ঞাসাবাদ করছে। এর মধ্যে দুদিন আগে এফডিসির জহির রায়হান কালার ল্যাব মিলনায়তনে সংবাদ সম্মেলন আয়োজন করে পরীমনির সদস্যপদ স্থগিত করেছে চলচ্চিত্র শিল্পী সমিতি। পরীমনি বিষয়ে চলচ্চিত্র শিল্পী সমিতি যে সিদ্ধান্ত নিয়েছে, তা অত্যন্ত ন্যক্কারজনক বলে জানিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক আবু সাইয়ীদ।
চলচ্চিত্র শিল্পী সমিতির উচিত ছিল এই সময়টায় পরীমনি পাশে থাকা। তার সঙ্গে দেখা করে কথা বলা, কোনো সহযোগিতা দরকার কী না তাও জানার চেষ্টা করা।
পরীমনির সদস্যপদ স্থগিতের বিষয়ে গুণী এই পরিচালক তার ফেসবুকে গতকাল রাতে একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, ‘পরীমনি বিষয়ে চলচ্চিত্র শিল্পী সমিতি যে সিদ্ধান্ত নিয়েছে তা ন্যক্কারজনক।’ পরিচালকের এই পোস্টে মন্তব্যের ঘরে বিনোদন অঙ্গনের অনেকে তাঁদের মতামতও দিয়েছেন। তারাও আবু সাইয়ীদের এই মতামতকে সমর্থন জানিয়েছেন। বলেছেন, পরীমনির বিরুদ্ধে এখনো তো কোনো চার্জশিটও হয়নি, শুধু জিজ্ঞাসাবাদ চলছে। এর মধ্যে মিটিং ও সংবাদ সম্মেলন করাটা মোটেও জরুরি ছিল না। কি এমন হলো যে, পরীমনির ব্যাপারে এত তাড়াহুড়ো করল?
পরীমনির বিরুদ্ধে এখনো তো কোনো চার্জশিটও হয়নি, শুধু জিজ্ঞাসাবাদ চলছে। এর মধ্যে মিটিং ও সংবাদ সম্মেলন করাটা মোটেও জরুরি ছিল না। কি এমন হলো যে, পরীমনির ব্যাপারে এত তাড়াহুড়ো করল?
আবু সাইয়ীদ আরও বলেন, সংগঠনের দায়িত্বই হচ্ছে তার সদস্যের যে কোনো সংকটে পাশে দাঁড়ানো। কিন্তু একটা সময় যদি সেই সদস্যের অপরাধ প্রমাণিত হয়, তখন তাঁকে বহিষ্কার করবে সেটাই স্বাভাবিক। পরীমনির বিরুদ্ধে এখনো তো কোনো চার্জশিটও হয়নি, শুধু জিজ্ঞাসাবাদ চলছে। এমনিতেই করোনা মহামারি চলছে, এর মধ্যে মিটিং ও সংবাদ সম্মেলন করাটা মোটেও জরুরি ছিল না। তাদের কি এমন হলো যে, পরীমনির ব্যাপারে এত তাড়াহুড়ো করল। তার মানে এর মধ্যে কোনো জটিলতা আছে। এক ধরনের সমস্যা আছে। তা না হলে এত তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়ার কিছু ছিল না। কারও কোনো চাপ তো ছিল না।’
এফডিসির জহির রায়হান কালার ল্যাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতির বক্তব্যে মিশা সওদাগর পরীমনির সদস্যপদ স্থগিতের ঘোষণা দেন।জটিলতা বলতে কী বোঝাতে চেয়েছেন? জানতে চাইলে আবু সাইয়ীদ বলেন, আমার আসলে এখানে শুধু পরীমনিকে ফ্যাক্টর মনে হচ্ছে না। এর সঙ্গে আরও অনেক কিছু হয়তো জড়িত। পরীমনির ব্যাপারে শিল্পী সমিতির এমন সিদ্ধান্ত রহস্যজনক। বিষয়টা তো এমন না যে, পরীমনির সদস্যপদ স্থগিত না করলে অরাজকতা তৈরি হবে। কেন এত দ্রুত সিদ্ধান্ত নিল, শিল্পী সমিতির ভূমিকা সত্যিই রহস্যজনক।
চলচ্চিত্র ও মিডিয়া বিশ্লেষক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফাহমিদুল হক পরীমনিকে নিয়ে শিল্পী সমিতির এমন সিদ্ধান্তে ‘নিন্দা’ জানিয়েছেন। সাদী সাদাত নামের একজন লিখেছেন, পরীমনি অপরাধী কিনা সেটা আইন আদালত দেখবে। কিন্তু শিল্পী সমিতির আচরণ একদম হিংসাত্মক, ব্যক্তিগত আক্রোশ—সেটারই বহিঃপ্রকাশ। তারা হয়তো ভুলে গেছে, এই দিন দিন নয়, আরও দিন আছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।