নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ঘরোয়া ফুটবলের মর্যাদার আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)’র দ্বিতীয় পর্বে মিডফিল্ডার জুয়েল রানার হ্যাটট্রিকে আরামবাগ ক্রীড়া সংঘকে বড় ব্যবধানে হারালো ঢাকা আবাহনী লিমিটেড। সোমবার রাতে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে আবাহনী ৬-১ গোলে বিধ্বস্ত করে আরামবাগকে। বিজয়ী দলের হয়ে জুয়েল রানা তিনটি, নাইজেরিয়ান ফরোয়ার্ড সানডে চিজোবা, স্থানীয় ফয়সাল আহমেদ শীতল ও সোহেল রানা একটি করে গোল করেন। আরামবাগের পক্ষে একমাত্র গোলটি শোধ দেন দিলসধ ভাসিয়েভ।
একই ভেন্যুতে বিকালে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচেই বিপিএল শিরোপা নিশ্চিত করেছিল বসুন্ধরা কিংস। আবাহনীর ম্যাচটা তাই হয়ে যায় রানার্সআপ হওয়ার পথে থাকার উপলক্ষ্য। বড় জয়ে আরামবাগকে উড়িয়ে দিয়ে সে পথে ভালোভাবেই এগিয়ে থাকলো আবাহনী। লিগের প্রথম পর্বে আরামবাগের বিপক্ষে ৪-০ গোলে জিতেছিল তারা।
ম্যাচ জিতে ২০ খেলায় এগারো জয়, সাত ড্র ও দুই হারে ৪০ পয়েন্ট নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এলো আবাহনী। ১৯ ম্যাচে এক জয়, দুই ড্র ও ষোল হারে মাত্র ৫ পয়েন্ট পাওয়া আরামবাগের অবস্থান সবার শেষে। বিপিএল থেকে তাদের অবনমন এখন সময়ের ব্যাপার মাত্র।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।