Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিয়ের আসরে নাক ডেকে ঘুম বরের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ আগস্ট, ২০২১, ১২:০২ এএম

লেহেঙ্গা, গয়নায় সেজেছেন কনে। শেরওয়ানি আর পাগড়িতে বর। পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে চলছিল বিয়ের আনুষ্ঠানিকতা। আশেপাশে উদযাপনে মেতেছে বর-কনের শতাধিক আত্মীয়। এমন সময় ঘটে অপ্রত্যাশিত ঘটনা। দেখা গেলো, বিয়ের আসরেই ঘুমিয়ে পড়েছেন বর। এ ঘটনা ভারতে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, কনের পাশে বসে নাক ডেকে ঘুমোচ্ছে বর! আত্মীয়রা আসছে, উপহার দিচ্ছে, তাতে কোনও হুঁশ নেই তার। অনেকে তাকে নানাভাবে ডেকে তোলারও চেষ্টা করছেন, তাতেও কোনও সাড়া নেই। এমন ভিডিও দেখে নেটিজেনদের একাংশের দাবি, সম্ভবত মদ্যপান করে বিয়ে করতে গিয়েছিল ওই বর। ফলে এমন গভীর ঘুম পেয়ে বসেছে তাকে। যদিও আদৌ তিনি মদ্যপান করেছিলেন কিনা, তা স্পষ্ট নয়। ভিডিওটি ছড়িয়ে পড়তেই একের পর এক মজার কমেন্ট করতে শুরু করেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। কেউ লিখেছেন, ‘এবার তো উঠে পড়ুন, নাহলে অন্য কেউ বিয়ে করে নেবে।’ আবার কেউবা লিখেছেন, ‘এবার মনে হয় বিয়ের রাতটাই মিস করে যাবেন।’ নিউজ১৮।



 

Show all comments
  • Azad mullah ১০ আগস্ট, ২০২১, ৩:৩৮ এএম says : 0
    হয়তো মদ অথবা অন্য কোনো নিসা জাতীয় দ্রব‍্য ব‍্যবহার করেছে
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ