বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পটুয়াখালীর কলাপাড়ায় সংঘবদ্ধ গরু চোর সিন্ডিকেটের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ১০টি চোরাই গরু জব্দ করা হয়। গ্রেফতারকৃতারা হলো উপজেলার ধানখালী ইউনিয়নের জাকির সরদার এবং পার্শ্ববর্তী আমতলী পৌর শহরের বাসিন্দা নজির ইসলাম। সোমবার সকালে ধানখালীর ইউনিয়নের নোমরহাট বাজার থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সংঘবদ্ধ গরু চোর ধানখালী নোমরহাট বাজারে চোরাই গরু বিক্রির জন্য নিয়ে আসে। গোপন সংবাদের ভিত্তিতে দু’টি চোরাই গরুসহ তাদের দু’জনকে আটক করে। পরে আটককৃতদের তথ্যমতে জাকির সরদার বাড়ি ধানখালী থেকে আরও আটটি গরু উদ্ধার করে পুলিশ।
স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রিয়াজ তালকদার বলেন, গত কয়েকমাসে ধানখালী ইউনিয়নে অন্তত অর্ধশত গরু চুরির ঘটনা ঘটেছে। এমকি চোরের উৎপাতের গোয়াল ঘরে পাহাড়া বসানো হয়েছে। এই সংঘবদ্ধ গরু চোর সিন্ডিকেট সদস্য আটক হওয়ায় গ্রামবাসীরা কিছুটা হলেও স্বস্তির নি:শ্বাস ফেলেছে। তবে এ সংঘবদ্ধ চোরের প্রধানকে গ্রেফতারের দাবি জানিয়েছেন তিনি।
কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, ১০ টি গরুসহ দুইজনকে আটক করা হয়েছে। এদের গডফাদারসহ বাকি সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।