মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
তুরস্কে চলমান দাবানলের আগুন ধীরে ধীরে নিভে আসছে। শনিবার পর্যন্ত দাবানলের ১১ দিনে ৪৭ প্রদেশে মোট ২২৩টি দাবানলের ঘটনা ঘটে। এর মধ্যে ২১৭টি নিয়ন্ত্রণে আনা হয়েছে।
এদিকে শনিবার দেশটিতে নেমে আসা ভারি বর্ষণে আগুনের ভয়াবহতা থেকে আপাতত রেহাই পেয়েছে তুরস্কের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অধিবাসীরা। এএফপি।
এর আগে দাবানল থেকে সৃষ্ট আগুন নেভাতে সচেষ্ট ছিল দেশটির দমকল বাহিনী। দেশটিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে প্রতিবেশী ইরান, আজারবাইজান, ইউক্রেন, রাশিয়া এবং ইউরোপীয় ইউনিয়ন।
শনিবার রাতে তুরস্কের কৃষি ও বনমন্ত্রী বাকির পাকদেমিরলি এক টুইট বার্তায় এই তথ্য জানান।
টুইট বার্তায় তিনি বলেন, বর্তমানে এজিয়ান সাগরের তীরবর্তী মুগলা প্রদেশের মিলাসে দুইটি ও কোয়জেয়িজ, কাভাকলিদেরে, ইয়াতানের সাথে ইসপারতা প্রদেশের সুতচুলেরে একটি করে মোট ছয়টি দাবানলের আগুন এখনো জ্বলছে। এগুলো নিয়ন্ত্রণে আনার জন্য দমকল কর্মীরা চেষ্টা অব্যাহত রেখেছেন।
গত ২৮ জুলাই দক্ষিণ-পশ্চিম তুরস্কের আনতালিয়া থেকে দাবানলের সূচনার পর এই পর্যন্ত মোট আটজনের প্রাণহানী হয়েছে। দাবানলের আগুন নেভানোর জন্য আজারবাইজান, ইরান, কাজাখস্তান, রাশিয়া ও ইউক্রেনসহ বিভিন্ন দেশ সরঞ্জাম ও লোকবল দিয়ে সহায়তা করেছে।
২১৮ ঘণ্টা চেষ্টার পর শুক্রবার দাবানলের সূচনাস্থল আনতালিয়া প্রদেশের মানাভগাত ও গুনদোমুশ জেলার দাবানলের আগুন নেভাতে সক্ষম হয়েছেন দমকলকর্মীরা।
সূত্র : আনাদোলু এজেন্সি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।