বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ময়মনসিংহের গৌরীপুরে এক বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। রোববার রাতে ওই ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে এ হত্যার এখনো রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ।
জানা যায়, উপজেলার ডৌহাখলা ইউনিয়নের চরশ্রীরামপুর গ্রামের মৃত আবুল কাসেমের ছেলে পলাশ মিয়া (৩৫) চরশ্রীরামপুর বাজারে বিকাশের ব্যবসা করতেন। রোববার রাত সাড়ে নয়টার দিকে দোকান বন্ধ করে প্রায় ৪-৫ লাখ টাকা ও বেশ কয়েকটি মোবাইলসহ বাড়ি ফিরছিলেন। এমন সময় ওই এলাকার ফজলুল হকের পুকুর পাড়ে দুর্বৃত্তরা পলাশকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে লাশ ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এখনো হত্যার কোন রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ। তবে পরিবারে দাবি পলাশকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান শহিদুল হক সরকার বলেন, এরকম ঘটনার খবর পেয়ে এসে দেখি পলাশের লাশ রাস্তায় পড়ে আছে। তার শরীরে অনেক আঘাতের চিহ্ন রয়েছে।
এদিকে এমন খবর শুনে মা সায়েদা বেগম ছেলের শোকে প্রায় পাগলপারা হয়ে গেছেন। অন্য দিকে নিহতের স্ত্রী লিমা আক্তার ৫ বছরের কণ্যা শিশু সাদিয়া নুর সাবাকে নিয়ে স্বামীর জন্য চিৎকার করে কেঁদে আর্তনাৎ করছেন।
গৌরীপুর থানার ওসি খান আব্দুল হালিম সিদ্দিকী বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে হত্যকারীদের শনাক্তকরার চেষ্টা চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।