বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ

সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্থানীয় ক্রিকেট খেলা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের জের ধরে পাবনায় ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
জানা যায়, পাবনার চাটমোহর উপজেলায় ক্রিকেট খেলা নিয়ে সংঘাতের জের ধরে রোববার রাতে খুন হয়েছেন স্থানীয় এক ছাত্রলীগ নেতা। তার নাম হাবিবুর রহমান হাবিব (২৫)।
রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার হান্ডিয়াল মধ্যপাড়া বাজারে তাকে ধারালো অস্ত্রের আঘাতে খুন করা হয় বলে জানা গেছে।
নিহত রহমান হাবিব হান্ডিয়াল নিকেরীপাড়া গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে এবং ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।
স্থানীয়রা জানান, ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান হাবীব রোববার রাতে কয়েকজন কর্মী নিয়ে হান্ডিয়াল বাজারে অবস্থান করছিলেন। এ সময় কয়েকজন অজ্ঞাত যুবক হাবিবুর রহমানের ওপর অতর্কিত হামলা চালিয়ে এলোপাতাড়ি মারধর করে এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। এতে বুকে আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান হাবিবুর রহমান হাবিব।
এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) সজীব শাহরীন বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি ক্রিকেট খেলা নিয়ে রোববার দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। তবে কারা এর সঙ্গে জড়িত বা কী কারণে এই হত্যাকাণ্ড এখনই বলা যাচ্ছে না। পুলিশ এই হত্যার ঘটনা খতিয়ে দেখছে বলেও তিনি জানিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।