বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পূর্ব শত্রুতার জের ধরে আল-আমিন (২৭) নামে এক বালু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা।
গতকাল বুধবার রাত ১০টার দিকে যশোর শহরের খড়কি এলাকায় ঘটনা ঘটে। এ ঘটনায় আরো দুইজন গুরুতর জখম হয়েছে।
নিহত আল আমিন শহরের খড়কি এলাকার আলমগীর হোসেনের ছেলে। একই ঘটনায় আহতরা হলেন, একই এলাকার আব্দুল খালেকের ছেলে ছোট আল আমিন (২২) ও সাহেব আলী (৪৫)।
আহত সাহেব আলী বলেন, আল আমিনের সঙ্গে বালু ব্যবসা নিয়ে খড়কীর জামাল, হিরার সঙ্গে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বুধবার রাতে আলামিন বাড়ি ফেরার পথে জামাল, হিরার নেতৃত্বে আরো ৬-৭ জন তাকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। আমরা বাধা দিলে আমাদেরও আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আমাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে। পরে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসকরা আলামিনের অবস্থা গুরুতর দেখে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন তবে খুলনা যাওয়ার পথে রাত ১২টার দিকে তার মৃত্যু হয়।
যশোর কোতয়ালি মডেল থানার ওসি মনিরুজ্জামান বলেন, এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা করা হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।