Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জয়ে শুরু পিএসজি-ডর্টমুন্ডের

হালান্ডের হ্যাটট্রিক

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৯ আগস্ট, ২০২১, ১২:০১ এএম

নেইমার, আনহেল দি মারিয়া, সার্জিও রামোস, গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মার মতো তারকা ছাড়াই জয় দিয়ে ফ্রেঞ্চ লিগ ওয়ানের মৌসুম শুরু করল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। পিছিয়ে পড়েও লিগে উঠে আসা নতুন দল ট্রয়েসের বিপক্ষে ২-১ গোলের ঘাম ঝরানো জয় পেয়েছে মাউরিসিও পচেত্তিনোর শিষ্যরা।

জার্মান বুন্দেসলিগার আরেক ম্যাচে আর্লিং ব্রট হালান্ড নৈপুণ্যে জার্মান কাপের প্রথম রাউন্ডে তৃতীয় সারির দল ভেহেন ভেসবাডেনের বিপক্ষে ৩-০ গোলে জিতেছে গত আসরের চ্যাম্পিয়ন বরুসিয়া ডর্টমুন্ড। হ্যাটট্রিক দিয়ে জার্মান ফুটবলের নতুন মৌসুম শুরু করলেন আর্লিং ব্রট হালান্ড। মাত্র ২৫ মিনিটের ব্যবধানে প্রতিপক্ষের জালে তিন গোল দিয়ে দলকে জয় এনে দিলেন ২১ বছর বয়সী স্ট্রাইকার।

ফরাসি লিগে বড় তারকাদের অনুপস্থিতেতে পিএসজির উপর শুরুতে ট্রয়েসও তাদের ঘরের মাঠে চেপে বসে। ৯ম মিনিটে ওয়ালিদ এল হাজ্জামের হেডে এগিয়ে যায় তারা। তবে ব্যবধান বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ট্রয়েস। ১৯তম মিনিটে আন্দের হেরেরার পাস থেকে পিএসজিকে সমতায় ফেরান লিগে অভিষেক ম্যাচ খেলতে নামা আশরাফ হাকিমি। চলতি মৌসুমে ইন্টার মিলান থেকে পার্ক দে প্রিন্সেসে এসেছেন এই মরোক্কায়ান ডিফেন্ডার। এর দুই মিনিট পরেই এগিয়ে যায় পচেত্তিনোর দল। কিলিয়ান এমবাপের পাস থেকে ট্রয়েসের জাল খুঁজে নেন মাউরো ইকার্দি।

দ্বিতীয়ার্ধে গোলের দেখা পায়নি কোনো দল। নিজেদের মাঠে ২০ হাজার দর্শকের উপস্থিতিতে শেষদিকে সমতায় ফিরতে মরিয়া হয়ে চেষ্টা করে ট্রয়েস। ৯০ মিনিটে পিএসজিকে রক্ষা করেন গোলরক্ষক কেইলর নাভাস।
গত মৌসুমে লিলের কাছে শিরোপা হারিয়েছিল পিএসজি। নেইমার-এমবাপেরা লিগ শেষ করে দ্বিতীয় স্থানে থেকে। এবার শিরোপা উদ্ধার করতে কোমর বেধে নেমেছে ফরাসি জায়ান্টরা। পার্ক দে প্রিন্সেসে ভিড়িয়েছেন বড় ছয় তারকাকে। তারমধ্যে রামোস-দোন্নারুম্মার এখনো অভিষেক না হলেও লিগে হাকিমির পাশাপাশি অভিষেক হয়েছে লিভারপুলের সাবেক মিডফিল্ডার জিয়র্জিও ভিজনালদামের।
লিওনেল মেসিকেও দলে নেওয়ার আয়োজন করছে পিএসজি। আর্জেন্টাইন ফরোয়ার্ড বার্সেলোনায় আর না থাকার ঘোষণা আসার পর থেকে এই গুঞ্জন শোনা যাচ্ছে।

জার্মান কাপে ম্যাচের ২৬তম মিনিটে নিজের প্রথম গোল করেন নরওয়েজিয়ান স্ট্রাইকার। তারপরের গোলটি আসে ৩১তম মিনিটে, পেনাল্টি থেকে। ৫১ মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন হালান্ড। গত মৌসুমেও গোলের ধারায় ছিলেন তিনি। ক্যারিয়ারে হ্যাটট্রিক করতেই যেন বেশি আনন্দ পান হালান্ড। বুন্দেসলিগার গত মৌসুমে ২৭ গোল করেছিলেন নরওয়েজিয়ান তারকা। তাকে দলে নেওয়ার জন্য হাত বাড়িয়েছিল ইউরোপের বেশ কয়েকটি ধনী ক্লাব। তার মধ্যে আছে চ্যাম্পিয়নস লিগ জয়ী চেলসিও। তবে হালান্ডকে ছাড়েনি ডর্টমুন্ড।

বুন্দেসলিগায় ডর্টমুন্ড গত মৌসুম শেষ করেছিল তৃতীয় স্থানে থেকে। আগামী শনিবার ঘরের মাঠে এনট্রাখট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে ম্যাচ দিয়ে লিগ শুরু করবে তারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ