মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
তুরস্ক সফররত লিবিয়ার প্রধানমন্ত্রী আবদুল হামিদ দেবেহ-এর সাথে বৈঠকে মিলিত হয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। শনিবার ইস্তাম্বুলের বাহদেত্তিন ম্যানশনে এ রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। দুই নেতা প্রায় দেড় ঘণ্টা ধরে কথা বলেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি। প্রতিবেদনে বলা হয়, রুদ্ধদ্বার বৈঠকের পর উভয় দেশের প্রতিনিধিদের নিয়ে আয়োজিত এক বৈঠকে অংশ নেন দুই নেতা। এতে দেশ দুটির উচ্চ পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন। গত কয়েক বছরে লিবিয়ার সাথে সখ্যতা বেড়েছে তুরস্কের। কৌশলগতভাবেও দেশটি আঙ্কারার জন্য গুরুত্বপূর্ণ। ২০১৯ সালের গোড়ার দিকে লিবিয়ার গৃহযুদ্ধে বিদ্রোহী হাফতার বাহিনীর হাতে দেশটির জাতিসংঘ স্বীকৃত সরকার প্রায় কোণঠাসা হয়ে পড়ে। বিদ্রোহীদের হাতে যে কোনও মুহ‚র্তে ত্রিপোলীর পতন ছিল তখন সময়ের ব্যাপার মাত্র। ওই সময়ে তুরস্কের সামরিক সমর্থন নিয়ে হাফতার বাহিনীর হাত থেকে রাজধানী ত্রিপোলীকে রক্ষায় সমর্থ হয় দেশটির কর্তৃপক্ষ। এর ধারাবাহিকতায় পরবর্তীতে দুই দেশের সম্পর্ক আরও জোরদার হয়। আনাদোলু।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।