Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পেঁঁচার মৃত্যুতে প্রেম কাহিনীর যবনিকা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ আগস্ট, ২০২১, ১২:০২ এএম

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে গাড়ির সাথে ধাক্কায় মারা গেছে একটি পেঁচা। সেন্ট্রাল পার্কে খাবারের সন্ধানে নিচু হয়ে উড়ার সময় ভ্যানের সাথে ধাক্কায় মৃত্যু হয় পেঁচাটির। এ নিয়ে স্থানীয় বাসিন্দাদের মনে দাগ কেটেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে শোক জানাচ্ছে প্রিয় পেঁচার মৃত্যুতে। নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কে দীর্ঘদিন ধরেই বাস করছে এই পেঁচাটি। স্থানীয় বাসিন্দারা আদর করে এর নামও জুড়ে দিয়েছিল ‘ব্যারি’। স্থানীয় সময় শুক্রবার সকালে খাবারের খোঁজে বের হয় পাখিটি। হঠাৎ একটি রক্ষণাবেক্ষণ ভ্যানের সাথে ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয়। ব্যারির মৃত্যুর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে শোক প্রকাশ করেছেন পাখি প্রেমীরা। টুইটারে এক পেইজে বলা হয়েছে, ব্যারির অনুপস্থিতিতে সুন্দর সময়ের অভাব বোধ করবেন। করোনা মহামারির চ‚ড়ান্ত পর্যায়ে সেন্ট্রাল পার্কে অনেক পাখি আসে। সেন্ট্রাল পার্কের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পেঁচার মৃত্যু খবর নিশ্চিত করেছে। এই পরিচিত পেঁচার মৃত্যুর খবর শুনে অনেকে পাখি প্রেমী শোকাহত হয়েছেন। এই পার্কটিতে ২৮০ প্রজাতির পাখি রয়েছে। বিবিসি।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রেম


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ