গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
এবার রাজধানীর বনানীতে নিয়ন্ত্রণ হারিয়ে চালবোঝাই একটি ট্রাক উল্টে গেছে। এ ঘটনায় ট্রাকচালক ও হেলপার আহত হয়েছেন। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রোববার (৮ আগস্ট) সকাল সাড়ে দশটার দিকে বনানী সেতু ভবনের উল্টো দিকে এ দুর্ঘটনা ঘটে।
বনানী থানার এসআই মো. মাহফুজ জানান, ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার কারণে এটি উল্টে যায়। এতে বনানী-মহাখালী সড়কে যান চলাচল কিছুটা ব্যাহত হচ্ছে। ট্রাকে থাকা চালের বস্তাগুলো অন্য গাড়িতে ওঠানোর কাজ চলছে। চালের বস্তা অন্য গাড়িতে ওঠানোর কাজ শেষ হলে ট্রাকটি রেকারে করে সরিয়ে ফেলা হবে।
এদিকে রাজধানীর ব্যস্ততম এ সড়কটিতে চালবোঝাই ট্রাক উল্টে যাওয়ায় যানবাহনের জটলা তৈরি হয়েছে। কিছুটা ভোগান্তিতে পড়তে হচ্ছে সড়কটি ব্যবহারকারীদের।
এর আগে গত ৩১ জুলাই বনানী এলাকায় ভোলা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবের গাড়ি সড়ক থেকে ছিটকে ডিভাইডারের ওপর উঠে যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।