Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হ্যাটট্রিক দিয়েই শুরু হালান্দের

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৮ আগস্ট, ২০২১, ১১:৪৩ এএম

হ্যাটট্রিক দিয়ে জার্মান ফুটবলের নতুন মৌসুম শুরু করলেন আর্লিং ব্রট হালান্দ। মাত্র ২৫ মিনিটের ব্যবধানে প্রতিপক্ষের জালে তিন গোল দিয়ে দলকে জয় এনে দিলেন ২১ বছর বয়সী স্ট্রাইকার।

হালান্দ নৈপুণ্যে জার্মান কাপের প্রথম রাউন্ডে তৃতীয় সারির দল ভেহেন ভেসবাডেনের বিপক্ষে ৩-০ গোলে জিতেছে গত আসরের চ্যাম্পিয়ন বরুসিয়া ডর্টমুন্ড।

ম্যাচের ২৬তম মিনিটে নিজের প্রথম গোল করেন নরওয়েজিয়ান স্ট্রাইকার।

তার পরের গোলটি আসে ৩১তম মিনিটে, পেনাল্টি থেকে। ৫১ মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন হালান্দ।

গত মৌসুমেও গোলের ধারায় ছিলেন তিনি। ক্যারিয়ারে হ্যাটট্রিক করতেই যেন বেশি আনন্দ পান হালান্দ। বুন্দেসলিগার গত মৌসুমে ২৭ গোল করেছিলেন নরওয়েজিয়ান তারকা। তাকে দলে নেওয়ার জন্য হাত বাড়িয়েছিল ইউরোপের বেশ কয়েকটি ধনী ক্লাব। তার মধ্যে আছে চ্যাম্পিয়নস লিগ জয়ী চেলসিও। তবে হালান্দকে ছাড়েনি ডর্টমুন্ড।

ডর্টমুন্ড বুন্দেসলিগার গত মৌসুম শেষ করেছিল তৃতীয় স্থানে থেকে।

আগামী শনিবার ঘরের মাঠে এনট্রাখট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে ম্যাচ দিয়ে লিগ শুরু করবে তারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ