Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুমিল্লায় একদিনে কমলো মৃত্যু ও শনাক্তের সংখ্যা

কুমিল্লা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৭ আগস্ট, ২০২১, ৭:৪৭ পিএম

কুমিল্লায় করোনায় ক্রমেই শনাক্ত ও মৃত্যু হার বেড়ে চলার এই সময়ে গত ২৪ ঘন্টায় গেলো এক মাসের মধ্যে সবচেয়ে কম শনাক্ত ও মৃত্যু ঘটেছে। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী ৬ আগস্ট বিকেল থেকে ৭ আগস্ট শনিবার বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩৪৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর এসময়ে মৃত্যু হয়েছে মাত্র ৫ জনের।

শনিবার (৭ আগস্ট) বিকেলে জেলা সিভিল সার্জন কার্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেইজে বলা হয়েছে, মৃতদের মধ্যে চান্দিনা, বরুড়ার, চৌদ্দগ্রাম, দাউদকান্দির, মনোহরগঞ্জের একজন করে রয়েছেন। এরমধ্যে দুইজন নারী, তিনজন পুরুষ। এনিয়ে কুমিল্লায় করোনায় ৭৯১ জন মারা গেলেন।

গত ২৪ ঘন্টায় ৩৪৬ জন আক্রান্তের মধ্যে ১৯৭ জনই কুমিল্লা সিটি করপোরেশনের বাসিন্দা। বাকিদের মধ্যে আদর্শ সদরের ৮, সদর দক্ষিণের ১, বুড়িচংয়ের ৮, চান্দিনার ৮, চৌদ্দগ্রামের ৪১, দেবিদ্বারের ৫, দাউদকান্দির ২, লাকসামের ১১, লালমাইয়ের ১৫, নাঙ্গলকোটের ১, বরুড়ার ৪৪, মুরাদনগরের উপজেলার ৫ জন।

এদিকে জেলায় এখন পর্যন্ত ৩৩ হাজার ৬৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৫০জন। এনিয়ে মোট সুস্থ হলেন ১৭ হাজার ৯৯১ জন।

কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মহিউদ্দিন জানান, চলতি সপ্তাহে প্রতিদিনই হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের ভিড় বেড়েছে। যদি এ রকম চলতে থাকে তাহলে রোগীর চাপ সামলানো কষ্টকর হয়ে যাবে।

সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বলেন, আমরা চেষ্টা করছি জনসচেতনতা বাড়িয়ে কীভাবে সংক্রমণ কমানো যায়। সে লক্ষ্যে প্রতিদিনই কাজ চলছে। পাশাপাশি শতভাগ টিকা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে। করোনা সংক্রমণ প্রতিরোধে এখন প্রয়োজন সমন্বিত প্রয়াস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কুমিল্লা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ