Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাপানে ভাব-গম্ভীর পরিবেশে পালিত হলো হিরোশিমা দিবস

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ আগস্ট, ২০২১, ১২:০৪ এএম

জাপান শুক্রবার বিশ্বের প্রথম পারমাণবিক বোমা হামলার ৭৬তম বার্ষিকী উদযাপন করে, তবে কিছুটা ভিন্নতর ভাবে। এবারের উদযাপন ছিল সীমিত আকারের। এ ব্যাপারে যাতে অলিম্পিক আয়োজকরা এক মিনিট নীরবতা পালনের আবেদন প্রত্যাখ্যান করলে, তাতে হতাশা ব্যক্ত করা হয়। এ বছর হিরোশিমার বিয়োগাত্মক ঘটনার প্রধান অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন হামলায় বেঁচে থাকা লোকজন, মৃতদের আত্মীয়-পরিজন এবং হাতে গোনা কতিপয় বিদেশী গণ্য-মান্য বিশিষ্ট ব্যক্তি, যারা নিহত ও হামলায় আহতদের স্মরণে প্রার্থনায় শামিল হয়ে বিশ্বশান্তির জন্য আবেদন জানান। ভাইরাসজনিত উদ্বেগের কারণে জনগণকে এই অনুষ্ঠান পালন করা থেকে দূরে সরিয়ে রাখা হয় এবং ইন্টারনেট লাইভ ব্রডকাস্টের মাধ্যমে তা দেখানো হয়। অংশগ্রহণকারীরা অনেকেই কালো পোশাক ও মাস্ক পরিধান করে সকাল ৮.১৫ মিনিটের প্রার্থনায় শামিল হয়েছিলেন, ঠিক যে সময়ে ৭৬ বছর আগে প্রথম পরমাণু বোমাটি ফেলা হয়েছিল। সেই হামলায় ১,৪০,০০০ লোকের মৃত্যু হয়। এই হামলার ৩ দিন পরে নাগাসাকি শহরেও পরমাণু বোমা দিয়ে হামলা চালানো হয়। ভয়েস অব আমেরিকা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাপান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ