Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

তীব্র টিকা সঙ্কটে কলকাতা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ আগস্ট, ২০২১, ১২:০৪ এএম

করোনার টিকা সঙ্কটে ভুগছে কলকাতা। কোভিশিল্ড-এর ডোজ টান পড়ায় সংকট দেখা দিয়েছে কলকাতার গণটিকাদান কার্যক্রমে। এ অবস্থায় কেন্দ্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুললেন রাজ্যের পরিবহন মন্ত্রী ও কলকাতার সাবেক মেয়র ফিরহাদ হাকিম। গত কয়েকদিন ধরে পশ্চিমবঙ্গের কলকতায় টিকার চরম সংকট লক্ষ্য করা গেছে। কেন এই পরিস্থিতি? তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিমের অভিযোগ, ‘বাংলায় করোনা বাড়ানোর চক্রান্ত চলছে। প্রধানমন্ত্রী অপদার্থ। ফেব্রুয়ারি মাস থেকে রাজনীতি করে বেড়াচ্ছিলেন। কত ভ্যাকসিন প্রয়োজন, তা নিয়ে স্ট্র্যাটেজি বানাননি। আজ পর্যন্ত ডাটা প্রকাশ করছেন না, কত ভ্যাকসিন তৈরি হবে, আমার কতো পাব। তার কথায়, ‘কেন্দ্র যে ভ্যাকসিন দেবে, আমার সেটা দিচ্ছি। মানুষের প্রত্যাশা পূরণ করা যাচ্ছে না। সাপ্লাই চেনটাই বন্ধ করে দেওয়া হচ্ছে’। জানা গেছে, কলকাতা পৌরসভার সেন্ট্রাল স্টোরে এখন একজনকে দেওয়ার মতো কোভিশিল্ডের ডোজও নেই। ৮ আগাস্ট সামান্য কিছু ভ্যাকসিন আসার কথা আছে। তবে, ১১ আগাস্টের আগ পর্যাপ্ত পর্যাপ্ত কোভিশিল্ডের ডোজ আসার সম্ভাবনা কম। সেরাম ইনস্টিটিউটের তরফে নিশ্চিত করে এখনও কিছু জানানো হয়নি। ভারতে কিছুদিন আগেও করোনায় ভয়াবহ পরিস্থিতি রূপ নেয়। তবে সম্প্রতি সংক্রমণ কিছুটা নিচের দিকে নেমেছে। বিশেষ করে দেশটিতে ডেল্টা ভ্যারিয়েন্টে বহু মানুষ প্রাণ হারিয়েছেন। পরিস্থিতি সামাল দিতে ভ্যাকিনের বিকল্প নেই বলে জোর দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। টিওআই, টাইমস অব ইন্ডিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ