Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

হংকংয়ের বাসিন্দাদের জন্য সেফ হেভেন যুক্তরাষ্ট্রের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০২১, ৫:৪১ পিএম

ফের সরাসরি চীনকে আক্রমণ করে হংকংয়ের প্রতি সমবেদনা জানালেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার হোয়াইট হাউস জানিয়েছে, আমেরিকায় বসবাসকারী হংকংয়ের বাসিন্দাদের বিশেষ সুবিধা দেয়া হবে। যাদের ভিসা শেষ হয়ে গেছে, তাদের আরো ১৮ মাস ভিসার সময়সীমা বাড়ানর সুযোগ দেয়া হবে। পাশাপাশি তারা আমেরিকায় কাজও করতে পারবেন।

বাইডেনের কথায়, যে ভাবে হংকংয়ের উপর চীন চাপ তৈরি করছে, যেভাবে সেখানে গণতন্ত্রের টুটি চেপে ধরা হচ্ছে, আমেরিকা তা কখনোই সমর্থন করে না। হোয়াইট হাউসের বক্তব্য, চীন হংকংয়ের স্বাধিকারে হস্তক্ষেপ করেছে। আমেরিকা হংকংয়ের পাশে আছে। বস্তুত, সে কারণেই হংকংয়ের নাগরিকদের জন্য বিশেষ সুযোগের কথা ঘোষণা করেছে আমেরিকা। ভবিষ্যতে আরো সাহায্যের জন্য আমেরিকা প্রস্তুত বলেও হোয়াইট হাউস জানিয়েছে।

গত প্রায় দুই বছরে ১০ হাজারেরও বেশি গণতন্ত্রপন্থিকে হংকংয়ে গ্রেপ্তার করেছে চীন। সাংবাদিক, রাজনীতিবিদ, ছাত্রছাত্রীদের গ্রেপ্তার করা হয়েছে। ২০২০ সালে বিতর্কিত জাতীয় নিরাপত্তা আইন চালু করা হয়েছে। ওই আইনেই সমস্ত গণতন্ত্রপন্থিদের গ্রেপ্তার করা হচ্ছে। প্রথম থেকেই জাতীয় নিরাপত্তা আইন নিয়ে সরব আমেরিকা। এই আইনের সাহায্যে চীন হংকংয়ের মানুষের উপর অত্যাচার চালাচ্ছে বলে বার বার অভিযোগ উঠেছে। দেশ থেকে পালিয়ে গেছেন বহু আন্দোলনকারী। অনেকেই আশ্রয় নিয়েছেন আমেরিকায়। ওই সমস্ত আন্দোলনকারীকেই আসলে আশ্বাস দিলেন জো বাইডেন, ভিসার মেয়াদ বৃদ্ধি করে।

চীন অবশ্য এখনো পর্যন্ত আমেরিকার এই পদক্ষেপ নিয়ে কোনো মন্তব্য করেনি। তবে চীন যে বিষয়টি ভালো চোখে দেখবে না, তা কূটনৈতিক মহলে স্পষ্ট। সূত্র : রয়টার্স, এপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ