Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কবিগুরুর প্রয়াণ দিবসের বিশেষ নাটক ‌‘তপস্বিনী’

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০২১, ২:৪৮ পিএম | আপডেট : ৪:১১ পিএম, ৬ আগস্ট, ২০২১

আজ ২২ শ্রাবণ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৮০তম প্রয়াণ দিবস। কবিগুরুর প্রয়াণ দিবস ঘিরে প্রতিবছরই তার রচনাকর্ম নিয়ে নাটক, গান পরিবেশনা, নৃত্যনাট্যসহ বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে। আজ কবিগুরুর প্রয়াণ দিবস উপলক্ষে রাত ১০টায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে বিশেষ নাটক ‘তপস্বিনী’।

নাটকের গল্পে দেখা যাবে, ‌‘বাবা মাখন লাল কঠিন পণ করেছেন তার পুত্র যদি বিএ পাস না করে তাহলে তার পুত্রকে নববিবাহিত স্ত্রীর সাথে থাকতে দেবে না। কিন্তু পুত্র বরদানন্দ লেখাপড়ায় ভীষণ অমনোযোগী। পর পর দুইবার ফেল করলো, তিন বারের জন্য প্রস্তুতি চলছে। বরদার বিধবা পিসিকে মাখন বাবু নিযুক্ত করলেন বরদা ও তার স্ত্রী ষোড়শীকে পাহারা দেওয়ার জন্য। বাড়িতে নতুন শিক্ষক নিয়োগ দিয়েছেন।

কিন্তু বরদা কিছুতেই পড়াশোনা করতে রাজি নয়। পাঠ্যপুস্তকের পড়াশোনা তার ভালো লাগে না। গোপনে ষোড়শীর সঙ্গে দেখা করতে চায়, একান্তে সময় কাটাতে চায় কিন্তু ষোড়শী ভয় পায়। বরদা নিশ্চিত সে কখনোই বি এ পাশ করতে পারবে না। স্ত্রীর সান্নিধ্য তার এ জীবনে হবে না। তাই সন্ন্যাসী হবে বলে একদিন কাউকে কিছু না বলে বাড়ি থেকে চলে যায়।

এদিকে তার খোঁজে ব্যতিব্যস্ত হয়ে ওঠে ষোড়শী। বরদাকে ফিরে পাওয়ার জন্য সন্ন্যাসীর কাছে গিয়ে তপস্যা করে। ১২ বছর পর বিলেতী সাহেবের বেশে বাড়িতে ফিরে এসে সবাইকে চমকে দেয় বরদা।’

রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে ‘তপস্বিনী’ নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন অঞ্জন আইচ। এতে অভিনয় করেছেন অপর্ণা ঘোষ, টুটুল চৌধুরী, আবুল হায়াত, শিল্পী সরকার অপুসহ আরো অনেকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢালিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ