Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাইকেল বালাকের ছেলে সড়ক দুর্ঘটনায় নিহত

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০২১, ১২:৩৯ পিএম

পর্তুগালে ছুটি কাটাতে গিয়ে স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে এক কোয়াড-বাইক (চার চাকার বাইক) দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বায়ার্ন মিউনিখ-চেলসির সাবেক মিডফিল্ডার জার্মানির সাবেক ফুটবলার মাইকেল বালাক বড় ছেলে ১৮ বছর বয়সী এমিলিও বালাক।

ছুটি কাটাতে পর্তুগালের রাজধানী লিসবনের দক্ষিণের অবকাশ যাপন কেন্দ্র ত্রোইয়ার ভিয়াস ডো মারে গিয়েছিল বালাকের পরিবার। সেখানে স্থানীয় সময় রাত ২টায় এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন বালাকের ছেলে।

স্প্যানিশ গণমাধ্যম মার্কা জানিয়েছে, এমিলিও বালাকের মৃত্যুর খবরটি প্রথম দেয় পর্তুগিজ টিভি চ্যানেল টিভিআই২৪। তারা জানায়, ফায়ার ব্রিগেড এ জরুরি ব্যবস্থার লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়েও বালাকের ছেলের প্রাণ বাঁচাতে পারেননি।

টিভিআই২৪-এর প্রতিবেদন অনুযায়ী, ১৮ বছর বয়সী এমিলিও কোয়াড-বাইক চালানোর সময় এই মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়েন।

ঘটনার পর বালাকের পরিবারের প্রতি শোক প্রকাশ করে এই জার্মান ফুটবলারের সাবেক ক্লাব চেলসি।



 

Show all comments
  • Abdulla Al Mamun Mozumder ৬ আগস্ট, ২০২১, ১:০২ পিএম says : 0
    বিশ্বকাপের সময় দেখেছিলাম বালাক অবিবাহিত কিন্ত ৩ সন্তানের জনক! বালাক কি এখন বিবাহিত নাকি এখনও অবিবাহিত?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ