Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আওয়ামী লীগের কর্মসূচিতে ওসির স্লোগান, বিব্রত পুলিশ

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০২১, ১০:৩৭ এএম

শরীয়তপুর সদর উপজেলা আওয়ামী লীগের কর্মসূচিতে স্লোগান দিয়েছেন সদরের পালং মডেল থানার ওসি আক্তার হোসেন। ওই স্লোগানের ২৭ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। গত বুধবার রাত ১২টা ১ মিনিটে একটি অনুষ্ঠানে মোমবাতি প্রজ্জ্বলন ও পুষ্পস্তবক অর্পণকালে এ স্লোগান দেন ওসি আক্তার হোসেন।

পুলিশ কর্মকর্তারা বলছেন, প্রকাশ্যে রাজনৈতিক কর্মসূচিতে স্লোগান দিয়ে সরকারি কর্মচারী আচরণবিধিমালা-১৯৭৯ লঙ্ঘন করেছেন ওসি। ২৭ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, মোমবাতি হাতে ওসি আক্তার হোসেন স্লোগান দিচ্ছেন। তার সঙ্গে উপস্থিত অনেকে কণ্ঠ মেলাচ্ছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক জেলা পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, এ কাজ করে পালং থানার ওসি আমাদের বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছেন। জেলা পুলিশের পক্ষ থেকে বিষয়টি ঢাকা রেঞ্জের ডিআইজিকে জানানো হবে।

ওসি আক্তার হোসেন বলেন, ‘আমি ছাত্রলীগ করতাম। আওয়ামী লীগ নেতাদের অনুরোধে ও আবেগের কারণে স্লোগান দিয়েছি। এতে বিধি ভঙ্গ হয়েছে বলে মনে করছি না।



 

Show all comments
  • Mohammed Abu Mosa ৬ আগস্ট, ২০২১, ১২:২৮ পিএম says : 0
    আশা করি ব‌্যবস্থার কব‌লে পড়‌বে
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পুলিশ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ