Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খাগড়াছড়ি লেকে নারীর লাশ

খাগড়াছড়ি জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০২১, ১২:০৬ এএম

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুই পাহাড়ের গভীর খাদে সৃষ্ট লেকের পানি থেকে সবিতা ত্রিপুরা নামে এক নারীর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার ভোরে মাটিরাঙ্গার গোমতি ইউনিয়নের দুর্গম বেহাদন্ত কারবারীপাড়া থেকে লাশ উদ্ধার করা হয়। সবিতা ত্রিপুরা ওই গ্রামের বাসিন্দা কবিসা ত্রিপুরার স্ত্রী।

জানা গেছে, গত মঙ্গলবার বাড়ির অদূরে সমাজয় ত্রিপুরার বাড়ির নিচে থাকা লেক থেকে পানি আনতে যান। দিন গড়িয়ে সন্ধ্যা হলেও বাড়ি না ফেরায় তার স্বজনরা খোঁজাখুঁজি করতে থাকেন। এক পর্যায়ে লেকে তার ভাসমান লাশ দেখতে পান তারা। খবর পেয়ে পুলিশের একটি টিম গিয়ে ওই লেক থেকে ভাসমান অবস্থায় সবিতার লাশ উদ্ধার করে।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলী বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বৃষ্টি উপেক্ষা করে ৬-৭ কিলোমিটার দুর্গম পাহাড়ি পথ হেঁটে পুলিশ লাশ উদ্ধার করে। তার শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকান্ড।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নারীর লাশ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ