Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

রাস্তার বেহাল অবস্থা, অসুস্থ চাচাকে মাথায় নিয়ে দেড় মাইল!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০২১, ৬:০৮ পিএম

৭৫ বছর বয়সী আব্দুল জলিলের শরীরে বাসা বেঁধেছে নানা রোগ। হাড়ের ওপর চামড়ার আবরণ ছাড়া আর কিছু দেখা যায় না। নিজ ক্ষমতায় কোথাও যাবেন, সেই শক্তি নেই, তারপর আবার শ্বাসকষ্ট। নেবুলাইজ করলে কিছুটা আরাম পান। হঠাৎ গতকাল বুধবার সকাল ১০টায় তাঁর শ্বাসকষ্ট বেড়ে যায়। রাস্তার বেহাল অবস্থার কারণে বাধ্য হয়ে ভাতিজা জয়নাল আবেদীন তাঁকে টুকরিতে বসিয়ে মাথায় করে নিয়ে যান দেড় কিলোমিটার দূরের ওষুধের দোকানে।

চাচাকে মাথায় নিয়ে যাওয়া দুর্ভোগের শিকার জয়নালের বক্তব্য দিয়ে একটি ভিডিও ফেসবুকে ছাড়লে সেটি ভাইরাল হয়ে পড়ে। আবদুল জলিলের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার মুগসাইর গ্রামে। ভোগান্তির এই সড়ক পরমতলা কাজী অফিস থেকে দারোরা বাজার পর্যন্ত যার দৈর্ঘ্য চার কিলোমিটার। ১২ ফুট প্রস্থের সড়কটি চার গ্রামের হাজার হাজার মানুষের আসা-যাওয়ার পথ। বর্তমানে রাস্তাটির বিভিন্ন স্থানে ছোট-বড় গর্ত হওয়ায় হেঁটে যেতেও দুর্ভোগে পড়তে হয় স্থানীয় লোকজনকে। সরেজমিনে গিয়ে দেখা যায়, আগে যে সড়ক দিয়ে হরহামেশাই রিকশা, অটোরিকশাসহ বিভিন্ন ধরনের গাড়ি চলত, সেখানে এখন বড় বড় গর্ত হওয়ায় যান চলাচল বন্ধ! একই অবস্থা পরমতলা বড় রাস্তা থেকে ছেপাড়া বাজার পর্যন্ত এবং পরমতলা মীরবাড়ি থেকে ক্যাপ্টেন আলীম সাহেবের বাড়ি পর্যন্ত এ যেন দেখার কেউ নেই।

ধামঘর ইউনিয়নের আওয়ামী যুবলীগের সহ-সভাপতি আবদুল আউয়াল মীর বলেন, রাস্তাটি সংস্কারের জন্য মুরাদনগরের এমপি ইউসুফ আবদুল্লাহ হারুন (নাসিম) সাহেব-এর সাথে আমার কয়েকবার কথা হয়েছে। তিনি বলেন, বর্ষায় রাস্তার পাশে জলাবদ্ধতার কারণে সংস্কার কাজ দ্রুত শুরু করা সম্ভব হচ্ছে না, বর্ষা শেষ হলেই কাজ শুরু করবেন বলে নিশ্চিত করেন। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের মুরাদনগর উপজেলা প্রকৌশলী মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলেন, ‘এ রাস্তা বৃহত্তর কুমিল্লা উন্নয়ন প্রকল্পে তালিকাভুক্ত (আইডি নম্বর-৪১৯৮১৫০৭৯)। সরেজমিনে গিয়ে দুর্ভোগের চিত্র দেখেছি। রাস্তাটি শিগগিরই পাকা করা হবে।’



 

Show all comments
  • jack Ali ৫ আগস্ট, ২০২১, ৬:২০ পিএম says : 0
    আপনারা নাটক সাজিয়ে মানুষজনকে দেখাচ্ছেন যে মানুষকে মাথায় নিয়ে হাঁটছে আমাদের বাংলাদেশ তো সিঙ্গাপুর ক্যানাডা থেকে উন্নত এগুলো মিথ্যা খবর
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কুমিল্লা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ