প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন চিত্রনায়িকা বুবলী । ছবির নাম ‘তালাশ’। নির্মাণ করবেন সৈকত নাসির। ছবিটির সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন আসাদ জামান। যৌথভাবে ছবির গল্প লিখেছেন পরিচালক সৈকত নাসির ও চিত্রনাট্যকার আসাদ জামান। এই ছবিতে বুবলীর বিপরীতে অভিনয় করবেন নতুন দুজন নায়ক। তারা হলেন চ্যানেল আই ফেয়ার হ্যান্ডসাম প্রতিযোগিতার একে আজাদ আদর এবং র্যাম্প মডেল আসিফ আহসান খান
নতুন নায়কদের সঙ্গে কাজ প্রসঙ্গে বুবলী জানান, ‘আমি আগেও বলেছি নতুনদের সঙ্গে কাজ করতে আমার কোনো আপত্তি নেই। সৈকত নাসির ভাই পরিক্ষিত নির্মাতা। তিনি নিশ্চিত করেছেন আদর ও আসিফ দারুণ অভিনেতা। গল্পের প্রয়োজনেই তাদের নেওয়া। গল্পা শোনার পর আমারও তাই মনে হয়েছে। আশা করি, ‘তালাশ’ দারুণ একটি ছবি হবে।
বুবলী আরো জানান, সবকিছু ঠিক থাকলে লকডাউনের পরপরই ক্যামেরা অন হবে তালাশের।
এদিকে ছবিটির পরিচালক সৈকত নাসির বলেন, 'তালাশ আমার অন্যতম স্বপ্নের প্রজেক্ট। বুবলীকে ধন্যবাদ তিনি নতুন দুইজন নায়কের বিপরীতে কাজ করছেন। বরাবরই বলি আমি যখন যাদের নিয়ে কাজ করি তারাই আমার চোখে তখন সেরা অভিনেতা। আদর ও আসিফ আমার চোখে এখন স্টার। ওদের নিয়ে চ্যালেঞ্জে নামছি। আমার বিশ্বাস দারুণ কিছু উপহার দিতে পারবো।'
নবাগত দুই অভিনেতার প্রশংসা করে নির্মাতা সৈকত নাসির বলেন, 'আদর খুবই ট্যালেন্ট একটি ছেলে। আমার সাথে একটি প্রজেক্টে তিন বছর কাজ করেছে। অন্যদিকে, র্যাম্প জগতে আসিফ এখন অন্যতম। গল্পের প্রয়োজনেই এ দুজনকে নেওয়া হয়েছে।’
এর আগে গত বছর প্রথমবারের মতো শাকিব খানের বাইরে কোনো নায়কের সঙ্গে জুটি বাঁধেন আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলী। ‘ক্যাসিনো’ নামে একটি ছবিতে কাজ করেন নিরব হোসেনের বিপরীতে। মুক্তির অপেক্ষায় থাকা ওই ছবিটিও পরিচালনা করেন সৈকত নাসির।
উল্লেখ্য, গত ১ জুলাই দেশে লকডাউন শুরু হওয়ার আগে ‘লিডার’ ও ‘রিভেঞ্জ’ নামে দুটি ছবির কাজ একসঙ্গে করেন বুবলী। সে সময় কঠিন ব্যস্ততায় কেটেছে অভিনেত্রীর সময়। রাত-দিন শুটিং করেছেন এফডিসিতে। সকালে একটির তো বিকালে আরেক ছবির জন্য ক্যামেরার সামনে দাড়াতে হয়েছে তাকে। দুটি ছবির মধ্যে ‘লিডার’ পরিচালনা করছেন নবাগত নির্মাতা তপু খান। এখানে বুবলীর নায়ক শাকিব খান। আর ‘রিভেঞ্জ’ ছবিটি পরিচালনা করছেন প্রযোজক মোহাম্মদ ইকবাল। সেখানে বুবলীর বিপরীতে রয়েছেন জিয়াউল রোশান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।