বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঢাকার সাভারে সিঙ্গার কোম্পানির ওয়্যারহাউজের গুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এসময় আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের কয়েকজন কর্মী ধূয়ায় অসুস্থ্য হয়ে পরেন। আগুন নিয়ন্ত্রনে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।
বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের কাছে সাভারের রাজফুলবাড়িয়র জোরপুল এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জহিরুল ইসলাম জানায়, সকালে সিঙ্গার কোম্পানির ওয়্যারহাউজের টিনসেড গুদামে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটে। পরে খবর পেয়ে সাভার, ডিইপিজেড ও চামড়া শিল্পনগরী ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
আগুনের তীব্রতা বেশী হওয়ায় পুরো গুদামে আগুন ছড়িয়ে পরে। দুপুর পৌনে ১টার দিকে আগুন নিয়ন্ত্রনে আসে। ওয়্যারহাউজের টিনসেড গুদামে এসি, ফ্রিজ সার্ভিসিং ও সংযোজন হতো। তবে কোন লোকজন না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।
তবে কিভাবে আগুন লেগেছে তাৎক্ষনিকভাবে জানাতে পারেনি ফায়ার সাভিপুসর এই কর্মকর্তা। কারখানা থেকে গুদামের দূরত্ব থাকায় আগুন আর ছড়াতে পারেনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।